শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫, ০৭:৪১:৩৭

বিপিএলে আমিরের সঙ্গে না খেলে বিপাকে হাফিজ

বিপিএলে আমিরের সঙ্গে না খেলে বিপাকে হাফিজ

স্পোর্টস ডেস্ক: চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টে চিটাগাং ভাইকিংসের হয়ে খেলার কথা ছিলো পাকিস্তানি বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমির এবং দলের সিনিয়র ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। আমির চিটাগাং দলে যোগ দিলেও যোগ দেয়নি হাফিজ। গত শনিবার আমিরের সঙ্গে একই দলে খেলতে অস্বীকার করে এবং তার বিরুদ্ধে বাজে মন্তব্য করেছেন হাফিজ। আমিরের সম্পর্কে এমন মন্তব্য করায় শুক্রবার হাফিজকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)। বিপিএলের আমিরের সাথে খেলা প্রসঙ্গে হাফিজ বলেছিলেন, আমির দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে আর আমি তার সঙ্গে একই ড্রেসিংরুম শেয়ার করবো এটা আমি মেনে নিতে পারবো না। তবে আমার ইচ্ছা ছিলো বিপিএল খেলবে। কিন্তু দুই জনের একই দলের খেলোয়াড় হওয়া তা আমার পক্ষে সম্ভব হয়ে উঠেনি। আমির ২০১০ সালে ইংল্যান্ড সফরে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন। পরে শাস্তির মেয়াদ শেষ করে আবার ক্রিকেটে ফেরার দ্বার প্রান্তে রয়েছেন। আমির পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ইতোমধ্যেই নিজের ঝলক দেখিয়েছেন। চলমান বিপিএলেও ভাল করছেন পাক এই বোলার। ২৭ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে