শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫, ০৮:২২:৫২

গোলাপী এখন মাঠে

গোলাপী এখন মাঠে

স্পোর্টস ডেস্ক : একদিনের ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তার মুখে ৫ দিনের টেস্ট ক্রিকেট মার খাওয়ায় এই নতুন উদ্যোগ। টেস্ট ক্রিকেটের ১৩৮ বছরের ঐতিহ্য ভেঙে শুক্রবার অ্যাডলেডে গোলাপী বল নিয়ে শুরু হয়েছে প্রথম দিন-রাতের টেস্ট। অস্ট্রেলিয়া খেলছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। টেস্ট ক্রিকেটের ইতিহাসের প্রথম এই দিন-রাতের খেলায় প্রথমবারের মত ব্যবহার হচ্ছে বিশেষভাবে তৈরি গোলাপী বল। টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা ফিরিয়ে আনতে আমূল পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন আয়োজকরা। আয়োজকরা বলছেন, সাম্প্রতিক সময়ে বহুল জনপ্রিয় হয়ে ওঠা একদিনের ক্রিকেটের সঙ্গে প্রতিযোগিতার মুখে মার খাচ্ছে টেস্ট ক্রিকেট। খেলার বেশির ভাগটাই হবে ফ্লাডলাইটের আলোয়। রাতের সেই আলো এবং দিনের আলোয় দেখার সুবিধার্থে তৈরি করা হয়েছে গোলাপী রঙের বল। চিরাচরিত লাল বল দিয়ে টেস্ট খেলার ঐতিহ্য ভাঙার ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসির অনুমোদন মিললেও গোলাপী বলের ব্যবহার নিয়ে রয়েছে মতভেদ। টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা ব্রিটেন ধরে রাখতে সমর্থ হলেও বিশ্বের অন্যান্য দেশে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা পড়তির দিকে। সম্প্রতি বড় বড় টেস্ট খেলুড়ে দেশগুলোর ম্যাচও দর্শক টানতে পারেনি। যেমন ব্রিসবেনে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ম্যাচ, মোহালিতে ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচ এবং শারজায় পাকিস্তান ইংল্যান্ড ম্যাচ। আয়োজকরা বলছেন, একটা বড় সমস্যা হলো টেস্ট খেলা হয় কাজের দিনগুলোতে দিনের বেলায়, যখন অনেক মানুষ কাজে থাকেন। কাজেই একদিনের ম্যাচে টিকিট বিক্রির একটা বড় কৌশল- সন্ধ্যায় খেলার মডেলটা ব্যবহার করে টেস্ট ক্রিকেট আয়োজকরা দেখতে চাচ্ছেন- এভাবে টেস্টে দর্শক টানা যায় কীনা। তাদের লক্ষ্য, দিনে খেলা শুরু করে তা রাতে গড়িয়ে নিয়ে গেলে হয়তো দর্শকরা কাজের পর বা স্কুল-কলেজ ছুটির পর মাঠে আসতে আগ্রহী হবেন। রাতে খেলার আর একটা বড় আকর্ষণ হতে পারে টেলিভিশনে প্রাইম টাইমে অর্থাৎ সন্ধ্যার ও রাতের দর্শকদের খেলা দেখার সুযোগ করে দেয়া। অস্ট্রেলিয়ার অ্যাডলেড ওভাল মাঠে শুক্রবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে যে টেস্ট শুরু হয়েছে সেটি দুই দেশের মধ্যে চলতি সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ বলেছেন, দিন-রাতের গোলাপী বল টেস্টের প্রথম ও ঐতিহাসিক এ ম্যাচ নিয়ে রীতিমত উত্তেজিত তিনি। তার মতে, 'এটা একটা দারুণ আইডিয়া- আমরা ইতিহাস গড়তে চলেছি। নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেনডন ম্যাক্‌কালামও স্টিভ স্মিথের সুরের সাথে সুর মিরিয়ে বলেছেন, দিন-রাতের টেস্ট খেলার এ পরীক্ষা টেস্ট ম্যাচের ভবিষ্যৎ পাল্টে দেয়ার পথে একটা বড় অগ্রযাত্রা। কিন্তু নতুন এ পরীক্ষা টেস্ট ম্যাচের মাঠে দর্শক টানতে পারে কিনা তা এখন দেখার অপেক্ষা। ২৭ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে