শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫, ০৯:২২:১৩

ইংলিশ ক্রিকেটে নতুন আইন

ইংলিশ ক্রিকেটে নতুন আইন

স্পোর্টস ডেস্ক: ইংলিশ ক্রিকেটাদের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই নতুন সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি। ইংলিশদের সকল পেশাদার ক্রিকেটারদের আগামী মৌসুম থেকে হেলমেট পরা বাধ্যতামূলক করা হয়েছে। শুক্রবার এমনটি জানিয়েছে ক্রিকেট বিষয় ওয়েব সাইড ইএসপিএন ক্রিকইনফো। নতুন এই আইনে বলা হয়েছে, ইংলিশ ব্যাটসম্যানদের পাশাপাশি উইকেটরক্ষকও হেলমেট পরতে হবে। এছাড়াও আট গজের মধ্যে ফিল্ডিং করা সব ফিল্ডারকে বাধ্যতামূলকভাবে হেলমেট ব্যবহার করতে হবে। তবে স্লিপ কিংবা অফ সাইডে উইকেটের পেছনের ফিল্ডাররা এই নিয়মের ভেতরে আসবে না। সাম্প্রতিক ইংল্যান্ডে পেশাদার ক্রিকেট খেলা সব পুরুষ ও নারী ক্রিকেটারদের এই আইনের আওতায় আনা হয়েছে। বৃটিশ সেফটি স্ট্যান্ডার্ডে এই আইন করা হয়। ২৭ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে