শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫, ১২:০৫:৫৩

চার ম্যাচ হারের পরও বিপিএল ইতিহাসে সবার উপরে মুশফিক

চার ম্যাচ হারের পরও বিপিএল ইতিহাসে সবার উপরে মুশফিক

স্পোর্টস ডেস্ক: বিপিএলের চলতি আসরে চারটি ম্যাচে মাঠে নেমেছে মুশফিকুর রহিমের দল সিলেট সুপার স্টারস। কিন্তু একটি ম্যাচেও জয় পাননি তার দল। তবে চার ম্যাচ মুশফিকুর রহিম হারলো বিপিএলের ইতিহাসে ব্যক্তিগত রান রেকর্ডে সবার উপরে উঠে গিয়েছেন তিনি।চলমান বিপিএলে মুশফিকুর রহিম ব্র্যাড হজকে টপকে বিপিএলের তিন আসর মিলিয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ডটা নিজের করে নিয়েছেন। আজ ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ২৩ রানের ইনিংসটির পথে হজকে পেছনে ফেলেছেন মুশফিক। ৭৫৬ রান নিয়ে বিপিএলের প্রথম দুই আসর মিলিয়ে সবচেয়ে বেশি রান ছিল হজের। বরিশাল বার্নাসের হয়ে গত দুই আসরে ২২ ইনিংস খেলে ৭৫৬ রান করেছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হজ। আর ইনিংস খেলে ২৬ মিলে ৭৭২ রান করেছেন সিলেটের এই দলপতি। বিপিএলের প্রথম আসরটি খুব ভালো কাটেনি এই উইকেটকিপার ব্যাটসম্যানের। দুরন্ত রাজশাহীর হয়ে ২৩৪ রান করে সেবার রানের তালিকায় ছিলেন ১৬ নম্বরে। তবে পরের বারই তিনি উঠে আসেন এক নম্বরে। সিলেট রয়্যালসের হয়ে ৪৪০ রান করে ছিলেন দ্বিতীয় বিপিএলের সর্বোচ্চ রান স্কোর। এবার তিন আসর মিলিয়ে ছাড়িয়ে গেলেন সবাইকে। ২৭ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে