শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫, ০৭:৫২:০৫

বোলিংয়ে অনন্য উচ্চতায় সাকিব

 বোলিংয়ে অনন্য উচ্চতায় সাকিব

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের প্রথম পর্বের খেলায় অনন্য উচ্চতায় আসীন হয়েছে সাকিব আল হাসান। এনানা ঘটন-অঘটনের মধ্য দিয়ে গতকাল শুক্রবার শেষ হয়েছে প্রথম পর্বের লড়াই। প্রথম পর্বের ২৪টি ম্যাচে বেশ কয়েকটি উত্তেজনাকর ও রোমাঞ্চকর লড়াই দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। আবার উত্তাপহীন ম্যাচেও লক্ষ্য করা গেছে। সময় যত বাড়তে থাকবে বিপিএলের এবারের আসরের আকর্ষণও ততো বাড়তে থাকবে। বিশেষ করে শহিদ আফ্রিদি ও ক্রিস গেইলদের মতো বড় বড় তারকারা এখনো বিপিএলে যোগ দেননি। আগামী সপ্তাহে এসব জনপ্রিয় ক্রিকেটাররা নিজ নিজ দলে যোগ দিবেন বলে সূত্র জানায়। তবে বিদেশি খেলোয়াড়দের ভীড়ে আমাদের দেশি খেলোয়াড়রা যে হারিয়ে যাননি, বাংলাদেশি খেলোয়াড়দের পারফরম্যান্স; বিশেষ করে বোলারদের পারফরম্যান্স কিন্তু সেটাই বলে। প্রথম পর্বের লড়াইয়ে শেষে বোলারদের মধ্যে সবার ওপরে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রংপুর রাইডার্সের অধিনায়ক ৪ ম্যাচ থেকে সর্বোচ্চ ১০ উইকেট নিয়েছেন। নিষেধাজ্ঞার কারণে শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষের ম্যাচটি মিস না করলে নিশ্চিতভাবে সংখ্যাটি আরো বাড়তে পারতো। বিপিএলের গেল দুই আসরের সেরা খেলোয়াড়ে[র পুরস্কার জেতা সাকিব যে এবার টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কারের অন্যতম যোগ্য দাবিদার সেটা ইতোমধ্যেই প্রমাণ করে দিয়েছেন তিনি। সবচেয়ে দারুণ ব্যাপার হলো- প্রথম পর্ব শেষে বোলারদের তালিকায় শীর্ষে তিনে বাংলাদেশি খেলোয়াড়দেরই অবস্থান। সাকিবের পর সমান ৮টি করে উইকেট নিয়ে পরের স্থান দুটিতে রয়েছেন যথাক্রমে মোহাম্মদ শহীদ ও মুস্তাফিজুর রহমান। মোশারফ হোসেন রুবেল ও আবুল হাসানও সেরা দশে রয়েছেন। ২৮ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে