শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫, ০৯:০৭:৩৮

সাকিবহীন রংপুর যেন পালবিহীন নৌকা

সাকিবহীন রংপুর যেন পালবিহীন নৌকা

স্পোর্টস ডেস্ক: আম্পায়ারের সঙ্গে অখেলোয়াড় সুলভ আচরণের দায়ে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ে গতকাল (শুক্রবার) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলতে পারেনি বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবহীন ম্যাচে অধিনায়করে ভার বয়েছিলেন পাকিস্তানি লিজেন্ট মিসবাহ-উল-হক। মিরপুর স্টেডিয়ামের শুক্রবারের ম্যাচটিতে সাকিবকে ছাড়া পুরোদলকে মনে হয়েছিল গন্তব্যবিহীন নৌকার ন্যায়। খেলতে নেমে শুরুতেই আগাছালো খেলা শুরু করে রংপুর। অধিনায়ক মাশরাফির কুমিল্লার বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ৮২ রানে অলআউট হয় দলটি। তাই সর্বশেষ ৯ উইকেটে বড় ব্যবধানে হারে দলটি। সাকিবের অনুপস্থিতিতে রংপুরের বিপক্ষে জয়ী হওয়ার কুমিল্লার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানিয়েছিলেন, ‘সাকিব দলে না থাকা মানে দলটির জন্য একটি প্রেসার, আর এটি প্রতিপক্ষের জন্য পরম স্বস্তির। ’ মাশরাফি তখন সাকিবের সাসপেন্ডের ব্যাপারেও মুখ খুলেন। বলেন, ‘ সাকিবের ব্যাপারটি ছিল পুরাই দুর্ভাগ্যজনক। ও নিজেকে ধরে রাখতে পারেনি। মানুষ ভুল থেকেই শেখে। আশা করছি সাকিব রিকভার করবে। ’ প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সিলেট সুপারস্টার্সের বিপক্ষে ম্যাচের ১৩তম ওভারে থিসারা পেরেরার শেষ বলটি সিলেটের দলপতি মুশফিকের ব্যাটের পাশ দিয়ে গিয়ে জমা পড়ে উইকেটের পেছনে থাকা মোহাম্মদ মিথুনের গ্লাভসে। সে সময় লং-অনে ফিল্ডিং করতে থাকা সাকিব আউট ভেবে দৌড়ে উইকেটের কাছে চলে আসেন। কিন্তু মাঠের দায়িত্বে থাকা আম্পায়ার তানভীর আহমেদ সে আউটের আবেদন নাকচ করে দিলে সাকিব তা মেনে নিতে পারেননি। মেজাজ হারিয়ে আম্পায়ারের সঙ্গে বাদানুবাদে জড়ান সাকিব। ২৮ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে