শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫, ০৯:২৭:০৯

নিষিদ্ধ ইস্যুতে সাকিবকে নিয়ে যা লিখল ভারতীয় মিডিয়া

নিষিদ্ধ ইস্যুতে সাকিবকে নিয়ে যা লিখল ভারতীয় মিডিয়া

স্পোর্টস ডেস্ক : আবারও নির্বাসিত হলেন বিশ্ব ক্রিকেটে ওয়ানডে ও টেস্টে একনম্বর অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসান৷ তবে আন্তর্জাতিক ক্রিকেট নয় নিজের দেশের ঘরোয়া টি-২০ টুর্ণামেন্টেই এক ম্যাচের জন্য তাঁকে নির্বাসিত করল বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড৷ ২০১৩ সালের গড়াপেটা কান্ডকে পিছনে ফেলে চলতি বছরেই ফের শুরু হয়েছে বিপিএল নামে খ্যাত বাংলাদেশের টি-২০ লিগটি৷ তাতেই বৃহস্পতিবার রংপুর রাইডার্সের হয়ে সিলেট সুপারস্টারের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন সাকিব৷ জানা গিয়েছে ম্যাচে প্রতিপক্ষ ব্যাটসম্যান শ্রীলঙ্কার দিলসান মুনাওয়েরাকে আউট করার পর তাঁকে কটূক্তি করেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়টি৷ এছাড়া ম্যাচের ১৩ তম ওভারে জাতীয় দলের সতীর্থ মুশফিকর রহিমের আউটের জন্য সাকিবের আবেদন আম্পায়ার তানবীর আহমেদ নাকচ করে দেয়৷ এরপরই তাঁকে গালিগালাজ করার অভিযোগ উঠেছে বাংলাদেশের একনম্বর অলরাউন্ডারের বিরুদ্ধে৷ এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন সাকিব৷ গত বছরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাঁকে ছ’মাসের নির্বাসন দিয়েছিল দলে তাঁর আচরনের জন্য৷ আন্তর্জাতিক স্তরেও একাধিকবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে সাকিবের উপর৷ ২০১৪ সালেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ চলাকালীন একজন ক্যামেরাম্যানের সঙ্গে অব্যবহারের জন্য তিন ম্যাচ নির্বাসিত হন তিনি৷ চলতি বছরেই পাক পেসার ওয়াহাব রিয়াজের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ার জন্য ৩০ শতাংশ ম্যাচ ফি কাটা গিয়েছিলে ২৮ বছর বয়সি খেলোয়াড়টির৷-কলকাতা ২৮ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে