শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫, ১০:০৩:১৬

বিপিএলের ইতিহাসে বড় ব্যবধানে জয় পাওয়ার রেকর্ড গড়েছে যে দুটি টিম

বিপিএলের ইতিহাসে বড় ব্যবধানে জয় পাওয়ার রেকর্ড গড়েছে যে দুটি টিম

স্পোর্টস ডেস্ক : চলমান বিপিএল আসরেই নির্মিত হয়েছে এই দুটি রেকর্ড। রেকর্ডের কথা বলতে গেলেই মাশরাফি বিন মতুর্জার নাম চলে আসে সবার আগে। তার সফল নেতৃত্বেই বাজিমাত দেখিয়েছে কুমিল্লাহ ভিক্টোরিয়ান্স। শুক্রবার কুমিল্লাহ ভিক্টোরিয়ান্স মাঠে নামে রংপুর রাইডার্সের বিপক্ষে। সাকিব আল হাসান এ দিন রংপুরের সাথে ছিলেন না। রেকর্ড দুটি করেছে রংপুর ও কুমিল্লাহ। পাকিস্তানের জাতীয় ক্রিকেট টিমের অধিনায়ক মিসবাহর নেতৃত্বে মাঠে নামে রংপুর। রংপুর অলআউট হয় ৮২ রানে। আর ১১ ওভার ৫ বল খেলেই ৯ উইকেটে জয় পায় কুমিল্লাহ ভিক্টোরিয়ান্স। এই জয় ২০১৫ বিপিএলে সর্বোচ্চ দাপট দেখানোর দিক থেকে রেকর্ডবুকে যায়গা করে নিয়েছে। অন্যদিকে চলতি আসরে সবচেয়ে বড় রানে জয় পাওয়ার কীর্তি রংপুর রাইডার্সের। বিপিএলের একটি ম্যাচে রংপুর রাইডার্স ঢাকা ডায়নামাইসকে ৭৯ রানের ব্যবধানে পরাজিত করে। ২০১৫ আসরে এটিই সবচেয়ে বড় রানের জয়। ২৮নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে