শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫, ১১:১১:০৬

ব্যাটে-বলের দাপটে তাক লাগালেন আফ্রিদি, মাতল গ্যালারি-কাঁপল মাঠ!

ব্যাটে-বলের দাপটে তাক লাগালেন আফ্রিদি, মাতল গ্যালারি-কাঁপল মাঠ!

স্পোর্টস ডেস্ক : দুর্বিষহ দিন নেমে আসলো পাকিস্তানের ক্রিকেটে। দলের প্রয়োজনের তাগিদে ব্যাট ও বল দুটিতেই জ্বলে ওঠেন আফ্রিদি। বিশ্বকাপের আসরে সর্বোচ্চ উইকেট নেয়ার নায়ক শহীদ খান আফ্রিদি এদিন রেগে ওঠেন ধুবাইয়ে। ব্যাটে-বলের দাপটে বিশ্বকে ফের তাক লাগান পাকিস্তানের আফ্রিদি। এতে মাতল গ্যালারি-কাঁপল মাঠ! দুই দেশের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ইংলিশ ওপেনার রয় ও হেলসের উইকেট নেন তিনি। তিন নম্বরে ব্যাট করতে নামেন ভিঞ্চ। তাকেও ফেরার আফ্রিদি। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৩ টি উইকেট নেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে এই ধরনের চিত্রের দেখা পাওয়া খুবই দুষ্কর। বুম বুম আফ্রিদির আর একটি কাজ অবাক করে পারবে না কাউকে। মাত্র ৭ টি বলে রান পান তিনি। এই সাত বলে ৩টি ছয় ও ১টি চার আসে তার ব্যাটে। শেষ বলে অবশ্য ক্যাস আউট হন আফ্রিদি। তবে এর আগে করে যান ২৪ রান। আফ্রিদির রান রেট ছিল তিনশ’র উপরে। কিন্তু এর পরেও কপাল মন্দ আফ্রিদির। ইংল্যান্ডের সিরিজ জেতার দিন বলে নির্বাচকরা ম্যাচ সেরা করেছে প্লুংকেটকে। তিনি ৪ ওভার বল করে ৩৩ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। অন্যদিকে ব্যাট হাতে ৩ বলে ১ রান করে আউট হন। শুক্রবার দক্ষিণ আফ্রিকার দেয়া ১৭২ রানের বাধা টপকে যাওয়ার চেষ্টায় ৩ রান দূরে থাকে পাকিস্তান। ফলে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০তে জয় নিশ্চিত হয় এর আগের ম্যাচে জয় পাওয়া ইংল্যান্ডের। ২৮ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে