স্পোর্টস ডেস্ক: এবারের রাশিয়া বিশ্বকাপের আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা কে কত নম্বর জার্সি গায়ে মাঠে নামবেন সেটা প্রকাশ করেছে দেশটির ফুটবল ফেডারেশন। মঙ্গলবার অফিসিয়ালভাবে দলের জার্সি নম্বর উন্মোচন করা হয়। গত বিশ্বকাপে খেলা সাতজন ফুটবলার রয়েছেন এবারের আর্জেন্টিনা দলে।
দেখেনিন কে কত নম্বর জার্সি পেল-
গোলরক্ষক: নাহুয়েল গুজম্যান (১), উইলফ্রেডো কাবাইরো (২৩), ফ্রাঙ্কো আরমানি (১২)। ডিফেন্ডার: গ্যাব্রিয়েল মারকাদো (২), এডুয়ার্ডো সালভিও (১৮), নিকোলাস ওতামেন্দি (১৭), ফ্রেদেরিকো ফাজিও (৬), মার্কোস রোহো (১৬), নিকোলাস তাগলিয়াফিকো (৩), মার্কোস আকুইনা (৮), ক্রিস্টিয়ান আনসালদি (৪)। মিডফিল্ডার: ম্যানুয়েল লানজিনি (১৫), ম্যাক্সিমিলিয়ানো মেজা (১৩), লুকাস বিলিয়া (৫), এভার বানেগা (৭), জিওভানি লো সেলসো (২০), অ্যাঙ্গেল ডি মারিয়া (১১), হাভিয়ের মাশ্চেরানো (১৪)।
ফরোয়ার্ড: লিওনেল মেসি (১০), পাওলো দিবালা (২১), সার্জিও আগুয়েরো (১৯), গঞ্জালো হিগুয়াইন (৯), ক্রিস্টিয়ান পাভন (২২)। এমজমিন
এমটিনিউজ২৪.কম/এমএম/এসএম