শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫, ১২:৫২:০৯

চোট নিয়ে খেলেও সর্বোচ্চ উইকেট শিকারি মুস্তাফিজ

চোট নিয়ে খেলেও সর্বোচ্চ উইকেট শিকারি মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : বিপিএল শুরুর আগেই চোট পেয়ে আনফিট ছিলেন মুস্তাফিজুর রহমান। বিপিএল শুরুর কয়েকদিন আগে অনুশীলনে চোট পেয়েছিলেন তিনি। এর পরে এক সাক্ষাৎকারে মুস্তাফিজ বলেছিলেন, অসুস্থ হলেও বিপিএল খেলা চালিয়ে যেতে চাই। ঢাকা ডাইনামাইটসের হয়ে শুরুতে তিনি মাঠে নামতে পারবেন কিনা বলেও শঙ্কা ছিল। দেখা গেল সব শঙ্কা উড়িয়ে দেয় মুস্তাফিজের ইচ্ছা শক্তি। বিপিএলে অংশ নিয়ে অসাধারণ খেলেন তিনি। এখন পর্যন্ত ৮ টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি এই মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ তার হাতের চোট টের পান শুক্রবার সিলেটের বিপক্ষে মাঠে নামার আগে। কিন্তু সিলেটের বিপক্ষে এই ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল ঢাকার জন্য। একাদশে থাকেন তিনি। বল হাতে নিয়েছেন দুটি উইকেট। নাসির হোসেনও বলেছেন মুস্তাফিজ চোট নিয়ে খেলছেন। দল বাছাইয়ের প্রক্রিয়ায় মুস্তাফিজকে আগে দলে নেয়া হয় বলেও জানান নাসির হোসেন। মুস্তাফিজ মাত্র কয়েক মাস আগে জাতীয় দলে সুযোগ পান। প্রথমবারের মত বিপিএল খেলছেন তিনি। ২৮ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে