শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫, ০১:৩৮:৫৪

যে কারণে কুমিল্লার পথে মাশরাফি

যে কারণে কুমিল্লার পথে মাশরাফি

স্পোর্টস ডেস্ক: অধিনায়ক মাশরাফির তেলেসমাতিতে নির্বাক পুরো বাংলাদেশ। জাতীয় দল থেকে শুরু করে বিপিএলেও সফল তার দল। নড়াইল এক্সপ্রেসের নেতৃত্বে একের পর এক জয় তুলে নিচ্ছে এবার বিপিএলের তার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শনিবার দুপুরে কুমিল্লার টাউন হলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাসহ দেশ-বিদেশের কৃতি ক্রিকেটারদের বরণ করে নেয়া হবে। আর দলের দেশি-বিদেশি ১৬ ক্রিকেটারসহ সেখানে উপস্থিত হবেন বলে জানা যায়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে কুমিল্লা টাউন হল মাঠে প্রথমে কুমিল্লা ভিক্টোয়িান্সের দল পরিচিতি শেষে অনুষ্ঠিত হবে মেগা কনসার্ট। মেগা কনসার্টে পরিকল্পনা মন্ত্রী ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান উপদেষ্টা আহম মুস্তফা কামাল (লোটাস কামাল), দলের চেয়ারম্যান নাফিসা কামালসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের সার্বিক বিষয়ে দেখভাল করছেন কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল। এ বিষয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কো-অর্ডিনেটর ইব্রাহিম মজুমদার বলেন, ‘কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফিসহ দেশি-বিদেশি ১৬ ক্রিকেটার উপস্থিত থাকবেন দল পরিচিতি অনুষ্ঠানে। বেলা আড়াইটায় শুরু হবে অনুষ্ঠান। কনসার্টে পুরুষ ও নারী দর্শকদের জন্য আলাদা স্থানের ব্যবস্থা করা হয়েছে। এ উপলক্ষ্যে কুমিল্লা টাউন হল মাঠসহ আশপশের এলাকায় নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। ২৮ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে