শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫, ০৪:৪৭:৪৮

হেলমেট ইস্যুতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কঠিন সিদ্ধান্ত

হেলমেট ইস্যুতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কঠিন সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট খেলা তুলনামুলক নিরাপদ খেলা হলেও মাঝে মাঝে বলের আঘাতে বিপদে সম্মুখীন হতে দেখা যাচ্ছে ব্যাটসম্যান ও ক্লোজে থাকা ফিল্ডারদের। তাই এখান থেকে ইংলিশ কাউন্টি ক্রিকেটে আগামী মৌসুম থেকে সকল ব্যাটস্যমান, উইকেটরক্ষক এবং ক্লোজ ফিল্ডারদের জন্য বাধ্যতামূলক হেলমেট পড়তে হবে বলে গতকাল ঘোষণা দিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়ালস ক্রিকেট বোর্ড (ইসিবি)। গত বছর ঘরোয়া ক্রিকেটে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হিউজের মৃত্যুর পর সকল পেশাদার মহিলা ও পুরুষ ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থে নতুন এ নিয়ম করা হয়েছে। খেলোয়াড়দের হেলমেট বাধ্যতামূলক করার ব্যাপারটি নিয়ে ইসিবি’র প্রধান মেডিকেল কর্মকর্তা নিক পিয়ার্স বলেন, ‘অন্যান্য খেলার চেয়ে ক্রিকেট অধিকতর নিরাপদ খেলা ছিল এবং নতুন এ নিয়মের ফলে এটা আরো নিরাপদ হবে। ’ ক্রিকেট যতটাই নিরাপদ হোক না কেন। তারপরও খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত নিয়েছে ইসিবি। পিয়ার্স বলেন, ‘খেলাটি অনেক বেশি বিপদজনক না হলেও সম্প্রতি সময়ে আমরা লক্ষ্য করছি এটি বড় ধরণের ইনজুরির কারণ হতে পারে। এছাড়া খেলোয়াড়রা ব্যাটিং- বোলিং এবং ক্লোজ ফ্লিডিংয়ের সময় সঠিকভাবে সতর্ক থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ সর্বশেষ তৈরিকৃত হেলমেট নিরাপত্তার জন্য অত্যন্ত কার্যকরী করে বানানো হয়েছে এবং সর্বশেষ বৃটিশ সেফটি স্ট্যান্ডার্ড অনুযায়ী সকল খেলোয়াড়কে বাধ্যতামুলকভাবে তা ব্যবহার করার পরামর্শ দেয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ২৮ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে