শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫, ০৭:০১:০১

আজ এডিলেডে ক্রিকেটের ৪১ বছরের পুরানো রেকর্ডটা ভেঙ্গে দিলেন উইলিয়ামসন

আজ এডিলেডে ক্রিকেটের ৪১ বছরের পুরানো রেকর্ডটা ভেঙ্গে দিলেন উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক: গতকাল থেকে অস্ট্রেলিয়ার এডিলেডে শুরু হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে ক্রিকেট ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্ট। সেই সঙ্গে এই প্রথম টেস্টে গোলাপি বল ব্যবহৃত হচ্ছে । আর টেস্ট খেলতে নেমে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ক্রিকেট খেলার ইতিহাসের ৪১ বছরের পুরানো রেকর্কটা ভেঙ্গে দিয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। অ্যাডিলেডে ইতিহাসের দুই ইনিংস মিলে ৩১ রান করেই অনন্য এক রেকর্ড গড়েছেন উইলিয়ামসন। প্রথম ইংনিংসে ৫৮ বল খেলে ২২ রান এবং দ্বিতীয় ২৪ বল খেলে ৯ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে এক সিরিজে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডটা যে এখন এই তারই। অজিদের বিপক্ষে টেস্টে এক সিরিজে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডটি এতদিন ছিল গ্লেন টার্নারের। ১৯৭৪ সালে ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজে ৪০৩ রান করেছিলেন এই ওপেনার ব্যাটসম্যান। আর এবার অস্ট্রেলিয়ার মাটিতে ওই তিন ম্যাচের সিরিজেই ৪২৮ রান করে টার্নারের ৪১ বছরের অক্ষত রেকর্ডটি ভেঙে দিলেন উইলিয়ামসন। টার্নার অবশ্য পাঁচ ইনিংসেই ৪০৩ রান করেছিলেন। আর উইলিয়ামসন ৪২৮ রান করতে খেলেছেন ছয় ইনিংস। ২৮ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে