রবিবার, ১০ জুন, ২০১৮, ০২:০২:১৪

বাংলাদেশকে চ্যালেঞ্জিং টার্গেট দিল ভারত

বাংলাদেশকে চ্যালেঞ্জিং টার্গেট দিল ভারত

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশকে চ্যালেঞ্জিং টার্গেট দিল ভারত। নারী এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে বাংলাদেশের নারী দল লড়ছে ভারতের বিরুদ্ধে। খেলায় নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশকে ১১৩ রানের টার্গেট দিয়েছে ভারত।

শুরুতে খেলায় ভারেতর বিপক্ষে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চাপের মধ্যে পড়েছে ভারত। পরে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশকে ১১৩ সংগ্রহ করে ভারত।

প্রথম ম্যাচে হারের পর থেকে এখন পর্যন্ত খেলা নিজেদের প্রথম ম্যাচ ব্যতীত বাকি সব ম্যাচেই দাপট দেখিয়েছেন তারা। টুর্নামেন্টে সমান সমান পয়েন্ট নিয়ে ফাইনালে উঠা এ দল দুটির মধ্যে আজ বাংলাদেশকে এগিয়ে রাখছেন ক্রিকেটবোদ্ধারা।

বাংলাদেশ প্রমীলা একাদশ : শামিমা সুলতানা, আয়েশা রহমান, ফারজানা হক, নিগার সুলতানা, খাদিজা তুল কোবরা, ফাহিমা খাতুন, জাহানারা আলম, নাহিদা আখতার, সালমা খাতুন (অধিনায়ক), সানজিদা ইসলাম, রুমানা আহমেদ।

ভারত প্রমীলা একাদশ) : মিতালী রাজ, স্মৃতি মঠানা, হারমানপিত কের (সি), বেদী কৃষ্ণমূর্তি, আনুজা পাটিল, দীপ্তি শর্মা, ঝুলন গোস্বামী, তানিয়া ভাটিয়া (একশত), একতা বিশট, শিখা পান্ডে, পুমাম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে