রবিবার, ১০ জুন, ২০১৮, ০২:৪০:২৭

টি-টোয়েন্টিতে কোহলিকে পেছনে ফেলে দিলো এ নারী ক্রিকেটার

 টি-টোয়েন্টিতে কোহলিকে পেছনে ফেলে দিলো এ নারী ক্রিকেটার

 আন্তর্জাতিক: টি-টোয়েন্টিতে কোহলিকে পেছনে ফেলে দিলো এ নারী ক্রিকেটার।  টি -টোয়েন্টিতে বিরাট কোহলির সর্বমোট রান ১৯৮৩। সেই রেকর্ডকে ভেঙে দিলেন এক ভারতীয় মহিলা ক্রিকেটার। তিনি মিতালি রাজ। টি-টোয়েন্টি ইনিংসে তাঁর সর্বমোট রান ২০১৫। অর্থাৎ, এক্ষেত্রে তিনি কোহলির থেকে ৩২ রানে এগিয়ে রয়েছেন। গত বৃহস্পতিবার কুয়ালালামপুরে ভারত-শ্রীলঙ্কা টি টোয়েন্টি এশিয়া কাপ ম্যাচে মিতালি এই রেকর্ড গড়লেন।

৭৪ টি টি-টোয়েন্টি ওয়ান ডে মিলে মিতালির সর্বমোট রান ২০১৫। এর মধ্যে আছে ১৪টি হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ রান ৭৬ এ নট আউট এবং গড় রানের মাত্রা ৩৮.০১। এখানে অবশ্য কোহলি এগিয়ে রয়েছেন মিতালির থেকে। তাঁর গড় রানের মাত্রা ৫০.৮৫।

৩৫ বছরের মিতালি ভারত-শ্রীলঙ্কা ম্যাচে ২৩ রান করেন। যদিও ভারত সেই ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে পরাজিত করে। আগের ম্যাচেই বাংলাদেশের কাছে পরাজিত হয়েছে ভারত, কাজেই এটাই ছিল তাদের মরণবাঁচন ম্যাচ।

বিশ্বে মহিলা ক্রিকেটের প্রতিযোগিতায় মিতালি ৭ নম্বরে দাঁড়িয়ে। তাঁকে টেক্কা দিয়ে যাঁরা তাঁর আগে আছেন তাঁরা যথাক্রমে শার্লোতে এডওয়ার্ডস(২৬০৫), স্টেফানি টেলর(২৫৮২), সুজি বেটস(২৫১৫)।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে