রবিবার, ১০ জুন, ২০১৮, ০৬:০২:২৩

‘মেসি একাই ২২ জনের সমান’

‘মেসি একাই ২২ জনের সমান’

স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপের আর বেশিদিন বাকি নেই। আগামী ১৪ই জুন পর্দা উঠবে ফিফার ২১তম আসরের। এ আসরের জন্য বাকি ৩১ দলের মত ২৩ সদস্যের দল ঘোষণা করেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু দলের সবাই তো আর সমান নয়।

তবে দলের অধিনায়ক মেসিকে একাই ২২ জনের সমান বললেন ডাচ কিংবদন্তি প্যাট্রিক ক্লাইভার্ট। মেসির প্রশংসা করে তিনি বলেন, ‘মেসি এই আর্জেন্টিনা দলের ৫০ শতাংশ। মানে দলের বাকি ২২ মিলে যতটা শক্তিমান, মেসি একাই তাদের সমান!’

সম্প্রতি আর্জেন্টাইন পত্রিকা ওলে’কে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্লাব বার্সেলোনা ও আর্জেন্টিনা জাতীয় দল, দুক্ষেত্রেই মেসি সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমি মনে করি, সে একাই আর্জেন্টিনা জাতীয় দলের ৫ শতাংশ। আমি বলছি না যে, তার একার উপরই সব কিছু নির্ভর করবে। তবে নিজের ভালো দিনটিতে একাই সবকিছু করার ক্ষমতা বা সামর্থ তার আছে। প্রয়োজন শুধু যোগ্য সহায়তা। যেমনটা সে বার্সেলোনায় পায়।’

তবে এই আর্জেন্টিনাকেই বিশ্বকাপের বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে জিতে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে হয়। এখন প্রশ্ন হল, রাশিয়া বিশ্বকাপেও একটি খারাপ দিন আসতে পারে আর্জেন্টিনার। সেটিও মনে করিয়ে দিলেন ক্লাইভার্ট।

তিনি বলেন, ‘অবশ্যই সেও মানুষ। একদিন সে ঘুম থেকে উঠে স্বস্তিবোধ নাও করতে পারে। সত্যি বলছি, রাশিয়ায় তেমন কিছু হলে আর্জেন্টিনার জন্য পরিস্থিতিটা জটিল হয়ে যাবে! বাছাই পর্বের কথাই ধরুন। বেশ কিছু ম্যাচেই সে সেরারূপে ছিল না। সেই ম্যাচগুলোতে আর্জেন্টিনাকে সংগ্রাম করতে হয়েছে। তবে মেসি একাই যে একটা ম্যাচের চিত্র পুরোপুরি পাল্টে দিতে পারেন, বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটিই তার জ্বলন্ত প্রমাণ।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে