রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫, ১২:০১:৫০

অল্পতেই থামালো অস্ট্রেলিয়া ক্রিকেট টিম

অল্পতেই থামালো অস্ট্রেলিয়া ক্রিকেট টিম

স্পোর্টস ডেস্ক: গতকাল থেকে অস্ট্রেলিয়ার এডিলেডে শুরু হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে ক্রিকেট ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্ট। সেইসঙ্গে এই প্রথম টেস্টে গোলাপি বল ব্যবহৃত হচ্ছে। অস্ট্রেয়িলা ব্যাট করতে নামলে প্রথম ইনিংসে অজিদের অল্পতেই থামালো নিউজিল্যান্ড। ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্টে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থামে ২২৪ রানে। কিউই পেসার ব্রেসওয়েল তিন এবং ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি নেন যথাক্রমে দুই ও এক উইকেট। জবাবে দ্বিতীয় শুরুতেই ওপেনার মার্টিন গাপটিলের উইকেট খোয়ায় নিউজিল্যান্ড। এতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে ২৯/১ সংগ্রহ নিয়ে ব্যাট করছিল কিউইরা। নিউজিল্যান্ড তখন এগিয়ে ৭ রানে। আগের দিনের ৫২/২ সংগ্রহ নিয়ে শনিবার শুরুতেই ধাক্কা খায় অজিরা। দলীয় ৬৩ রানে সাজঘরে ফিরে যান অজি চার নম্বর ব্যাটসম্যান অ্যাডাম ভোজেস। তবে ওয়ানডাউন ব্যাটসম্যান ও অধিনায়ক স্টিভেন স্মিথ করেন ৫৩ রান। আর দলীয় ১১৬ রানে আট উইকেট খুইয়ে লক্ষ্যভ্রষ্ট দেখাচ্ছিল অজিদের। নবম উইকেট জুটিতে ব্যাটে প্রতিরোধ দেখান উইকেটরক্ষক পিটার নেভিল ও নাথান লায়ন। এ দু’জন গড়েন ৭৪ রানের জুটি। সর্বোচ্চ ৬৬ রান আসে নেভিলের ব্যাট থেকে। ১০ নম্বরে ব্যাট হাতে লায়ন করেন ৩৪ রান। আর ১১ নম্বর ব্যাটসম্যান মিচেল স্টার্কের অপরাজিত ২৪ রানে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ টপকে যায় অস্ট্রেলিয়া। অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ইনিংস শেষ হয় ২০২ রানে। তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে স্বাগতিক অস্ট্রেলিয়া। ১৩৮ বছরের টেস্ট ইতিহাসে এই প্রথম দিবারাত্রির টেস্ট খেলা হচ্ছে। এতে দর্শকরা দেখছেন ব্যাটে গোলাপি ক্রিকেট বলের লড়াই। ২৮ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে