রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫, ০১:১৭:৪৭

আর্জেন্টিনার সঙ্গে বিশ্বকাপের শতবর্ষ পালনে ইচ্ছুক উরুগুয়ে

আর্জেন্টিনার সঙ্গে বিশ্বকাপের শতবর্ষ পালনে ইচ্ছুক উরুগুয়ে

স্পোর্টস ডেস্ক: ফুটবল পরাশক্তি আর্জেন্টিনার সঙ্গে যৌথভাবে ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছেন উরুগুয়ের ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি উইলমার ভালদেস। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ আয়োজক দেশ ছিল উরুগুয়ে। সেবার মন্তেভিদিওর সেন্তেনারিও স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা। আর চিরপ্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই ম্যাচে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল স্বাগতিক উরুগুয়ে। উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি চাইছেন বিশ্বকাপের শতবর্ষ পূর্তিতে টুর্নামেন্টটি আতুর ঘরে ফিরুক। “প্রথম বিশ্বকাপের ফাইনালিস্ট হিসেবে উরুগুয়ে ও আর্জেন্টিনার এটা প্রাপ্য। ওই দিন আমরা ফিফার প্রথম বিশ্বকাপ আয়োজনের শতবর্ষ পূর্তি উদযাপন করতে পারব।” ২৯ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে