রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫, ০৫:৩৩:০৯

মাঠে এবার মেসি পুত্র

মাঠে এবার মেসি পুত্র

স্পোর্টস ডেস্ক: প্রায় দু’মাস ধরে মাঠের বাইরে ছিলেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। গত ২৬ সেপ্টেম্বর লাস পালমাসের বিপক্ষের ম্যাচে পায়ে চোট খেয়ে মাঠ ছাড়েন তিনি। এর পর চিরপ্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এল ক্লাসিকো ম্যাচের মধ্যদিয়ে মাঠে ফিরেন বার্সার এই স্ট্রাইকার। ওই দিন রিয়াল মাদ্রিদের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে নেমে গোল করতে না পারলেও সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন। আর দীর্ঘ দুই মাসেরও বেশি সময় পর শনিবার লা লিগায় প্রথম গোলের দেখা পান টানা চারবার ফিফার বর্ষসেরা এই ফুটবলার। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে এই ম্যাচটা ছিল আর্জেন্টাইন ফুটবল জাদুকরের জাতীয় দল ও ক্লাবের জার্সিতে ৬০০তম। মাইলফলকের ম্যাচেই গোলের দেখা পান বার্সার এই তারকা। তিন গোলে এগিয়ে থাকা ওই ম্যাচের শেষ মুহুর্তে একটি গোল করেন মেসি। আর এই ম্যাচটি গ্যালারি থেকেই দেখেছেন মেসির একমাত্র পুত্রসন্তান থিয়াগো মেসি। মেসির বান্ধবী অ্যান্তোনেল্লা রোকুজ্জোর কোলে থেকেই বাবার মাইলফলক ম্যাচের গোলটি উপভোগ করলেন থিয়াগো। এদিন শুধু মেসির বান্ধবীই নয় বরং গ্যালারিতে বার্সার ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিলেন জেরার্ড পিকের বান্ধবী শাকিরা, কার দুই সন্তান ও সুয়ারেজের বান্ধবী। সূত্র : ডেইলি মেইল ২৯ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে