রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫, ০৬:০৩:২৩

চিন্তায় পড়ে গেলেন শহিদ আফ্রিদি

চিন্তায় পড়ে গেলেন শহিদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চিন্তায় পড়ে গেলেন পাকিস্তান ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক শহিদ আফ্রিদি।সদ্য ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩ রানে হেরে নিজেদের দুর্বল ফিল্ডিং এবং খারাপ ডেথ বোলিংকে দায় করেন পাক এই অধিনায়ক। তাই বিশ্বকাপের আগে দলের এই সমস্যাটা উদ্ধার করতে চান তিনি। আফ্রিদির মতে, টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বর্তমানে দুই নম্বরে থাকলেও পাকিস্তান দলের এখনো অনেক সমস্যা আসে। আগামী বছরের বিশ্বকাপের আগে এই সমস্যা দূর করতে পাকিস্তান দলকে এখন প্রচুর কাজ করতে হবে। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারার কারণ পর্যালোচনা করে আফ্রিদি বলেন, আমাদের এই সমস্যার জন্য টিম ম্যানেজমেন্টকে দায়িত্ব নিতে হবে এবং আমাদেরকেও বাস্তবতার মুখোমুখি হতে হবে। কোচকেও সে ক্ষেত্রে পারফরমেন্সের উন্নতি ঘটাতে হবে। তিনি আরো বলেন, একজন খেলোয়াড়ের যদি ফিট না থাকে কিন্তু দক্ষ হয়, আজকের দিনের খেলায় আপনার অধিকতর ফিটনেস দরকার। আপনি এক বলে দুই অথবা তিন রান করার পর একটা খারাপ বলে বাউন্ডারি হাকাতে পারেন না, এটাই একটা সমস্যা। টি-২০ ক্রিকেটে বর্তমানে শীর্ষে রয়েছে শ্রীলংকা। আগামীকালের ম্যাচে হারলে পাকিস্তান ষষ্ঠ স্থানে নেমে যাবে। নিজেদের পারফরমেন্সটা আরো উন্নত করে টি-টোয়েন্টি বর্তমানে র‌্যাংকিং ধরে রাখতে চান তিনি। ২৯ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে