রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫, ০৮:৩৬:৪২

চলমান বিপিএলে আর দেখা যাবে না সুনীল নারিনের বোলিং কারিশমা

চলমান বিপিএলে আর দেখা যাবে না সুনীল নারিনের বোলিং কারিশমা

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের মাটিতে থেকে এক বুক আশা নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর তৃতীয় আসর খেলতে এসেছিলেন সুনীল নারিন।স্বপ্নের টুর্ণামেন্ট বিপিএলের প্রথম পর্বের চারটি ম্যাচে বোলিং কারিশমা দেখালও দূর ভাগ্যের পরিহারে কারণে এই টুর্ণামেন্টের বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না তিনি। অথ্যাৎ চলমান বিপিএল থেকে ঝড়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজের এই বোলার। রোববার অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে সুনীল নারিনকে সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আইসিসি। এবারের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে চার ম্যাচ খেলেছেন নারিন। রোববার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নারিন তার অবৈধ বোলিং অ্যাকশন শোধরানোর আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে আর বোলিং করতে পারবেন না। এমনকি বাইরের কোনো ঘরোয়া লিগেও বোলিং করতে পারবেন না নারিন। অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলেও না। শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে নিজেদের ঘরোয়া ক্রিকেটে বল করতে পারবেন। গত ৭ নভেম্বর পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে নারিনের বোলিং অ্যাকশন সন্দেহজনক মনে হয়েছিল আম্পায়ারদের। পরে ১৭ নভেম্বর লাফবরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন নারিন। সেই পরিক্ষায় উত্তীর্ণ হতে পারেননি না নারিন। সেরা স্পিনারকে হারিয়ে বিপাকে পড়ে গেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কারণ সোমবার বিপিএলের চট্টগ্রাম পর্বে সিলেট সুপার স্টার্সের বিপক্ষে খেলার কথা ছিল নারিনের। ২৯ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে