রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫, ১০:৩৪:২১

‘আমি আগেই বলেছি ছেলেটি ভবিষ্যতে নেতা হযে উঠবে’

‘আমি আগেই বলেছি ছেলেটি ভবিষ্যতে নেতা হযে উঠবে’

স্পোর্টস ডেস্ক: মহেন্দ্র সিং ধোনির টেস্ট থেকে অবসরের ফলে টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের নেতা এখন বিরাট কোহলি। তাকে টেস্ট ক্রিকেটের দায়িত্বটা বুঝিয়ে দেয়ার পর থেকে টানা তিনটি সিরিজ জযের স্বাদ পেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মতো দল ধরা খেয়েছে তার কুশলের কাছে। সদ্য ঘরের মাঠে বিরাটের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় টেস্টে ৩১০ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে ভারত। এই জযের ফলে ২-০ তে এগিয়ে যায় টিম ইন্ডিয়া। শনিবার নাগপুর টেস্টের এই জয়ে দেখে বিরাট কোহলির প্রশংসায় বসে পড়েন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। রোববার কলকাতায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এসে সৌরভ বলেন, বিরাট কোহলি ভবিষ্যতে আরও ভালো নেতা হয়ে উঠবে৷ কিন্তু ভারতীয় ক্রিকেট ক্যাপ্টনদের আসল পরীক্ষা ঘরের মাঠে নয় বিদেশের মাঠে৷ সুতরাং সেটা হবে বিরাটের আসল চ্যালেঞ্জ৷ আমি নিশ্চিত বিরাট ভালো করবে৷ ভারতের আশা আকাঙ্খা বিরাটকে ঘিরেই৷ আমি ওর বড় একজন বন্ধু৷ বিরাটের মধ্যে জেতার আগ্রা আছে। বিরাটের ফ্যাশন আর আগ্রাসন দেখে মনে হয়, ও জন্মেছে শুধু জেতা জন্য। এটাই আমার সবচেয়ে ভালো লাগে৷ উল্লেখ্য, মেহালিতে অনুষ্ঠিত প্রথম টেস্টে জয় পায় ভারত। আর বেঙ্গালুরুতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্ট বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। নাগপুর টেস্টের তৃতীয় দিনেই জয়ের মধ্য দিয়ে ২-০ তে এগিয়ে সিরিজ জিতে নিলো স্বাগতিকরা। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ৩ ডিসেম্বর থেকে শুরু হবে চতুর্থ ও শেষ টেস্ট। ২৯ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে