রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫, ১১:২৪:১২

বিপিএলে প্রথম পর্বের ম্যাচগুলো খেলে কোন দল কত পয়েন্ট পেয়েছে?

বিপিএলে প্রথম পর্বের ম্যাচগুলো খেলে কোন দল কত পয়েন্ট পেয়েছে?

স্পোর্টস ডেস্ক: ২২ নভেম্বর থেকে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের তৃতীয় আসরের প্রথম পর্ব শেষ হয়েছে। প্রথম পর্বের সবমোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এ পর্বের বরিশাল বুলস ছাড়া বাকি পাঁচটি দলই চারটি করে ম্যাচ খেলেছে। বরিশাল বুলস খেলেছে একটি ম্যাচ। কাল থেকে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে এই টুর্ণামেন্টের দ্বিতীয় পর্বের খেলাগুলো। তার আগে চলুন দেখে নেওয়া যাক চলমান বিপিএলের প্রথম পর্ব খেলে কোন দল কত পযেন্ট পেয়েছে। প্রেথম পর্বে চারটি ম্যাচে তিনটি করে জয় নিয়ে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের প্রথম তিন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, ও ঢাকা ডাইনামাইটস।রানরেটে এগিয়ে থাকায় একই ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান কুমিল্লার। আর রানরাটের ব্যবধানের কারণেই ২য় ও ৩য় স্থান যথাক্রমে রংপুর ও ঢাকার। তিনটি ম্যাচে দুইটি জয় নিয়ে টেবিলের ৪র্থ স্থানে বরিশাল বুলস্‌। আর চার ম্যাচে একটি জয় নিয়ে টেবিলের ৫ম স্থানটি চিটাগাং ভাইকিংসের। আর চার ম্যাচের চারটিতেই পরাজয় বরণ করে কোনো পয়েন্ট না পেয়ে টেবিলের একদম নিচে অবস্থান সিলেট সুপারস্টার্সের। ২৯ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে