সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫, ০১:১৫:৫৪

ক্রিকেট থেকে নির্বাসিত শীর্ষ বোলার

ক্রিকেট থেকে নির্বাসিত শীর্ষ বোলার

স্পোর্টস ডেস্ক : অবৈধ অ্যাকশন, আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন না আইসিসি–র টি–২০ এবং একদিনের র‍্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে থাকা সুনীল নারাইন। তার বোলিং অ্যাকশন পর্যবেক্ষণের পর রোববার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে আইসিসি। গত ৭ নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে নারাইনের বোলিং অ্যাকশন সন্দেহজনক মনে হওয়ায় তাকে নির্বাসিত করা হয়। ১৭ নভেম্বর লাফবরো ইউনিভার্সিটিতে আইসিসি স্বীকৃত পরীক্ষাগারে নারাইনের অ্যাকশন সবদিক থেকে পর্যবেক্ষণ করেন বিশেষজ্ঞরা। সেখানে দেখা যায় ডেলিভারির সময় কনুইয়ের অবস্থান সর্বোচ্চ ১৫ ডিগ্রির বেশি ভেঙে যাচ্ছে। এরপরই এই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারের বোলিংকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে আইসিসি স্বীকৃত কোনও টুর্নামেন্ট বা তাদের অধীনে থাকা দেশগুলির ক্রিকেট বোর্ড আয়োজিত কোনও প্রতিযোগিতায় বল করতে পারবেন না নারাইন। যদিও ওয়েস্ট ইন্ডিজ বোর্ড চাইলে তাদের ঘরোয়া টুর্নামেন্টে নারাইনের খেলতে কোনও আপত্তি নেই বলে এই বিবৃতিতে জানানো হয়েছে। সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে নারাইনের বিরুদ্ধে অভিযোগ এই প্রথম নয়। ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি–২০–তে প্রথম তার অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। সেবার সেমিফাইনালে খেলার ছাড়পত্র পেলেও ফের অভিযোগ ওঠায় ফাইনালে বল করার ছাড়পত্র পাননি। সেবছর ভারত সফরের দলেও তাকে রাখেনি ওয়েস্ট ইন্ডিজ। পরে অবশ্য বিশ্বকাপের সম্ভাব্য তালিকা থেকেও নাম তুলে নেন এই স্পিনার। অ্যাকশন শুধরে এ বছর আইপিএলে নেমেছিলেন ঠিকই, কিন্তু কয়েকদিনের মধ্যেই অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠে যায়। ৩০ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে