সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫, ০১:২১:২৬

বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

স্পোর্টস ডেস্ক : ‘হারা–জেতাটাই বড় কথা নয়, দল তৈরি করাটাই আমার কাছে আসল।’ ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হওয়ার পর অনূর্ধ্ব–১৯ দলের কোচ রাহুল দ্রাবিড়ের মুখে ‘টিম বিল্ডিং’–এর কথা। দ্রাবিড়ের সামনে এখন ‘মিশন বিশ্বকাপ’। সেই লক্ষ্যেই এগিয়ে চলেছেন। যার প্রথম ধাপে সসম্মানে উত্তীর্ণ। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়াটা তার প্রমাণ। অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের জন্য প্রস্তুতি সিরিজের আয়োজন করা হয়েছিল, যেখান থেকে অনেক ইতিবাচক বিষয় খুঁজে পেয়েছেন ভারতীয় অনূর্ধ্ব–১৯ দলের কোচ। যেমন সরফরাজ খান, ঋষভ পন্থদের মতো ব্যাটসম্যান, ওয়াশিংটন সুন্দরের মতো অলরাউন্ডার, আবেশ খান, ময়াঙ্ক ডাগর, জিশান আনসারির মতো বোলাররা। প্রথম তিনটি ম্যাচে রান না পাওয়া সত্ত্বেও ভরসা রেখেছিলেন সরফরাজের ওপর। ফাইনালে যার প্রতিদান দিয়ে গেলেন সরফরাজ। তার দুরন্ত ব্যাটিংয়ে ফাইনালে ভারতের সামনে দাঁড়াতে পারলো না বাংলাদেশ। যদিও ভারতের চ্যাম্পিয়ন হওয়ার ভিত্তিস্থাপনটা করে গিয়েছিলেন বোলাররাই। ময়াঙ্ক ডাগর (৩/৩২), শুভম মাভি (২/২১), মহীপাল লোমরোরের (২/১১) দাপটে ৩৬.৫ ওভারে মাত্র ১১৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ব্যাট করতে নেমে ৪২ রানের মধ্যে ওয়াশিংটন সুন্দর (১২), ঋষভ পন্থ (২৬), আমনদীপ খাড়ে (০) সাজঘরে ফিরলেও জয় পেতে অসুবিধা হয়নি সরফরাজ খানের (২৭ বলে অপরাজিত ৫৯) ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে। সরফরাজের ইনিংসে ছিল ৯টি ৪, ৩টি ৬। আগের তিনটি ম্যাচে রান না পাওয়ায় চাপে ছিলেন। দ্রাবিড়ই সাহস জুগিয়ে গেছেন। ‘অতীতে কী হয়েছে ভুলে যাও, নিজের স্বাভাবিক খেলা খেল।’ কোচের এই পরামর্শ মেনেই সাফল্য বলে দাবি করে গেলেন সরফরাজ। ১৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৭ রানে পৌঁছে যায় ভারত। রিকি ভুই ২০ রানে অপরাজিত থাকেন। ম্যাচের সেরা সরফরাজ, সিরিজের সেরা ঋষভ। এই দুই ক্রিকেটারের প্রসঙ্গ তুলতেই দ্রাবিড় বলছিলেন, ‘দলে এই মুহূর্তে অনেক এক্স–ফ্যাক্টর রয়েছে। ঋষভ ও সরফরাজ তাদের মধ্যে দুটি।’ আলাদা করে কারও প্রশংসা করে টিমের মধ্যে বৈষম্য নিয়ে আসতে চান না, দ্রাবিড়ের এই কথাতেই প্রমাণ। তবে ক্রিকেটারদের দুটি বিষয় দ্রাবিড়কে দারুণ প্রভাবিত করেছে— এক, আচরণ, দুই, শেখার আগ্রহ। বিশ্বকাপের আগে দল তৈরি হয়ে যাবে বলে মনে করছেন দ্রাবিড়। কারণ এর মধ্যেই রয়েছে শ্রীলঙ্কা সফর। ৫ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত শ্রীলঙ্কায় প্রস্তুতি সিরিজ খেলবে ভারত। বিপক্ষ শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। এই সফরের জন্য রবিবারই ১৫ জনের দল বেছে নেওয়া হল, তাতে জায়গা হল বাংলার প্রদীপ্ত প্রামাণিকের। কণিষ্ক শেঠ অবশ্য দলে জায়গা করে নিয়েছে‍ন। ৩০ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে