সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫, ০৫:৪১:৫৩

বিশ্বরেকর্ডের ত্রিমুকুট অস্ট্রেলিয়ার

বিশ্বরেকর্ডের ত্রিমুকুট অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক : বিশ্বরেকর্ডের ত্রিমুকুট। এভাবেই বর্ণনা করা যেতে পারে অস্ট্রেলিয়ার কৃতিত্বকে। রবিবার তারা যে রেকর্ড তৈরি করল, তা বিশ্বে কেউ কোনওদিন ভাঙতে পারবে না। একমাত্র দল হিসেবে প্রথম টেস্ট, প্রথম একদিনের ম‍্যাচ এবং তার সঙ্গেই প্রথম দিন–রাতের টেস্টও জিতলো তারা। ১৮৭৬–’৭৭ সালে ইংল‍্যান্ডকে হারিয়ে প্রথম টেস্ট ম‍্যাচ জেতে অস্ট্রেলিয়া। এরপর ১৯৭১ সালে সেই ইংল‍্যান্ডকে হারিয়েই প্রথম একদিনের ম‍্যাচে জয় আসে তাদের। এরপর ২৯ নভেম্বর প্রথম দিন–রাতের টেস্টে জয়। রবিবার নিউডিল‍্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে টেস্টের পাশাপাশি সিরিজও পকেটে গেল অস্ট্রেলিয়ার। তিন টেস্টের সিরিজে ২–০ জিতলো তারা। শনিবার ৫ উইকেটে ১১৬ থেকে শুরু করে এদিন ২০৮ রানে শেষ হয় নিউজিল‍্যান্ডের ইনিংস। স্টার্কের অনুপস্থিতিতে নিউজিল‍্যান্ডকে একাই ধসিয়ে দেন জোস হ‍্যাজেলউড (৬/৭০)। জবাবে জেতার জন‍্য প্রয়োজনীয় ১৮৭ রান তুলতেও চাপে পড়ে গেছিল অস্ট্রেলিয়া। কিন্তু হাল ধরেন দুই ভাই শন মার্শ (৪৯) এবং মিচেল মার্শ (২৮)। কিন্তু তারা আউট হয়ে গেলে ফের চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। বেগতিক দেখে চোট পাওয়া পা নিয়েই ব‍্যাট করতে নামেন মিচেল স্টার্ক। কিন্তু তাকে বলের মুখোমুখি হতে হয়নি। শেষ রান নিয়ে দলকে জিতিয়ে দেন পিটার সিডল। ৩০ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে