সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫, ০৮:৩২:২৭

লাঞ্চ নয়, টেস্টে এবার 'ডিনার' ব্রেক

লাঞ্চ নয়, টেস্টে এবার 'ডিনার' ব্রেক

স্পোর্টস ডেস্ক: এতদিন টেস্ট ক্রিকেটে খেলার মাঝখানে লাঞ্চ বা মধ্যহ্ণভোজের বিরতি দিতো। কিন্তু অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের একটি বিশেষ টেস্ট ম্যাচে লাঞ্চের পরিবর্তে দেয়া হলো ‘ডিনার’ ব্রেক। যারা এই দুই দলের মধ্যে গোলাপী বলের টেস্ট দেখেছেন, তাদের নিশ্চয় সে কথা মনে আছে। অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ২৭ নভেম্বর শুরু হওয়া টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথম দিবারাত্রির টেস্ট। সেইসঙ্গে এই টেস্টেই প্রথমবারের মতো ব্যবহৃত হচ্ছে 'গোলাপি' বল। পর্দায় যারা স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার এই টেস্ট ম্যাচ দেখছেন তাদের লাঞ্চ নয়, ডিনার শব্দটি-ই এখন চোখে পড়ছে। 'ডিনার ব্রেক' শব্দগুচ্ছটি শুনতে এখন একটু বেখাপ্পা লাগলেও ক্রিকেট ভক্তরা অবশ্যই ধীরে ধীরে নিজেদেরকে এর সঙ্গে মানানসই করে নিবে। কারণ সামনের দিনে নিয়মিত-ই দিবারাত্রির টেস্ট অায়োজনের কথা শোনা যাচ্ছে। এমনকি আগামী বছর বাংলাদেশেও গোলাপি বলের টেস্ট ম্যাচ হওয়ার কথা রয়েছে। এদিকে, রবিবার নিউডিল‍্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে টেস্টের পাশাপাশি সিরিজও পকেটে গেল অস্ট্রেলিয়ার। তিন টেস্টের সিরিজে ২–০ জিতলো তারা। শনিবার ৫ উইকেটে ১১৬ থেকে শুরু করে এদিন ২০৮ রানে শেষ হয় নিউজিল‍্যান্ডের ইনিংস। স্টার্কের অনুপস্থিতিতে নিউজিল‍্যান্ডকে একাই ধসিয়ে দেন জোস হ‍্যাজেলউড (৬/৭০)। জবাবে জেতার জন‍্য প্রয়োজনীয় ১৮৭ রান তুলতেও চাপে পড়ে গেছিল অস্ট্রেলিয়া। কিন্তু হাল ধরেন দুই ভাই শন মার্শ (৪৯) এবং মিচেল মার্শ (২৮)। কিন্তু তারা আউট হয়ে গেলে ফের চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। বেগতিক দেখে চোট পাওয়া পা নিয়েই ব‍্যাট করতে নামেন মিচেল স্টার্ক। কিন্তু তাকে বলের মুখোমুখি হতে হয়নি। শেষ রান নিয়ে দলকে জিতিয়ে দেন পিটার সিডল। ৩০ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ/ রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে