সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫, ০৯:০৩:৫৬

জয়ের প্রত্যয়ে তামিমের চিটাগং ভাইকিংস এখন চট্টগ্রামে

জয়ের প্রত্যয়ে তামিমের চিটাগং ভাইকিংস এখন চট্টগ্রামে

জুবায়ের রাসেল: দুই জোড়া সহোদরের দলের চিটাগং ভাইকিংস। দেশীয় ক্রিকেটের প্রাণ পুরুষ আকরাম খানের দুই ভাতিজা বাংলাদেশ ক্রিকেটের ড্যাসিং রাজা তামিম ইকবার খান এবং নাফিজ ইকবাল খানের কথা তো সবাই জানে। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর এবারের আসরে চিটাগাং ভাইকিংস দলে পাকিস্তান থেকে উড়ে এসেছে আরেক জোড়া সহোদর কিং কামরান আকমল এবং উমর আকমল। মূল একাদশের চারজনেই যেখানে সহোদর কিং বা রাজা সেখানে দলের নাম ভাইকিংস হবে এটাই তো স্বাভাবিক। দলটি এবারের বিপিএলের প্রথম পর্ব শেষ করে দ্বিতীয় পর্ব খেলার জন্য এখন চট্টগ্রামে অবস্থান করছে। তবে দলটির অধিনায়ক তামিম ইকবাল খানের কিছুটা চিন্তার বিষয় হলো বিপিএলের চট্টগ্রাম পর্বের ম্যাচগুলো এমএ আজিজ স্টেডিয়াম থেকে সরিয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নেয়া হয়েছে। ঘরে বসে খেলা দেখার সুযোগ তাই মিলছে না তার। তবু নিজের শহরে এসে চিটাগং ভাইকিংস অধিনায়কের কাল ব্যতিক্রমী একটা অভিজ্ঞতা ঠিকই হলো। অনুশীলনের জন্য হোটেল থেকে হেঁটে মাঠে আসা-যাওয়া করলেন তিনি এবং তাঁর বেশির ভাগ সতীর্থ। হোটেল-মাঠ-হোটেলের এটুকু পথেই তাদের পিছু নিয়েছে সমর্থক আর সেলফিশিকারির দল। কিন্তু চট্টগ্রামের মাঠ কি পারবে চিটাগং ভাইকিংসের ভাগ্য বদলাতে? চার ম্যাচের তিনটিতেই হারা তামিমের দল ঘুরে দাঁড়াতে পারবে তিন ম্যাচে দুই জয় পাওয়া বরিশাল বুলসের বিপক্ষে? আজ প্রথম ম্যাচ শেষেই মিলে যাবে প্রশ্নের উত্তর। তবে আশাবাদী তামিম অনুশীলন শেষে বলছিলেন, ‘প্রথম পর্ব খুব ভালো কাটেনি। কিছু ম্যাচ খুব কাছে গিয়ে হেরেছি। তবে যেটা চলে গেছে, সেটা অতীত। এখন আমাদের ঘরের মাঠ, নিজেদের দর্শক। একটু বাড়তি সুবিধা থাকবেই।’ চট্টগ্রামে যে চার দিন খেলা, চার দিনই মাঠে নামবে চিটাগং ভাইকিংস। আজ জয় দিয়ে শুরু করে ঘরের মাঠ থেকে সর্বোচ্চ সাফল্য নিয়ে ঢাকা ফিরতে চান তামিম। চট্টগ্রামে খেলা বলে বাড়তি চাপও কি থাকবে না? তামিম সেটিকে জয় করতে চান আজকের ম্যাচেই, ‘এখন চাপ। একটা ম্যাচ জিতে গেলে সেটাই আবার অনুপ্রেরণা হয়ে যাবে।’ সে জন্য বোলারদের কাছ থেকে আরও বেশি চান অধিনায়ক। কথা শুনে তো মনে হলো, এখন পর্যন্ত তাঁর মন ভরাতে পেরেছেন শুধু পাকিস্তানের পেসার মোহাম্মদ আমিরই, ‘আমার দলের এই একজন বোলারই (আমির) এখন পর্যন্ত সত্যিকারের উইকেটশিকারি। কিন্তু দলে অনেকেই আছে নিয়মিত উইকেট নেওয়ার মতো। সময় হয়েছে ওদের নিজেদের মেলে ধরার।’ ৩০ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ/ রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে