সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫, ১০:২৮:৫৮

বিপিএলের ভালো-মন্দ নিয়ে মুখ খুলে কি বললেন সাইদ আজমল?

বিপিএলের ভালো-মন্দ নিয়ে মুখ খুলে কি বললেন সাইদ আজমল?

স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগে বিপিএল নিয়ে নানা মন্তব্য করেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। এবার বিপিএলের ভালো-মন্দসহ নানা দিক নিয়ে মুখ খুলেন সাইদ আজমল। আজমল চট্টগ্রাম দলের হয়ে খেলছেন। আজমল এক সাক্ষাৎকারে বলেন, সত্যি বলতে কি আমার মনে হচ্ছে আমি আমার দেশের মাটিতেই খেলছি। আমাদের ভালো দিক রয়েছে। আমরা কয়েকটি ম্যাচে বড় জয় পেয়েছি। আর খারাপ দিক হলো আমরা খুব বেশি ক্যাস মিস করেছি। আজমল বলেন, চট্টগ্রাম দল খুবই শক্তিশালী। ১৮০ এর মত রান করেও কয়েকটি ম্যাচে আমরা জয় পাইনি। এর কারণ হলো ক্যাস মিস। ক্যাস মিস করা বোলারদের হত্যা করার সামিল বলেও মন্তব্য করেন তিনি। মাঠের কোনো ফিল্ডার যখন ক্যাস মিস করে তখন ওই বোলারের কাছে এর চেয়ে দুখঃজনক আর কিছু থাকতে পারেনা। চট্টগ্রামে সবগুলো ম্যাচে জয় পেতে চান সাইদ আজমল। এ লক্ষ্যে তার দলের সবাইকে ভালো ফিল্ডিং দিতে হবে বলে মনে করেন তিনি। নিজ দলের ফিল্ডিং নিয়ে দুশ্চিন্তা তার। ৩০ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে