সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫, ১১:৫৬:৪৭

আজ মুখোমুখি হচ্ছেন মুশফিক-মাশরাফি

আজ মুখোমুখি হচ্ছেন মুশফিক-মাশরাফি

ঢাকা : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্ব আজ সোমবার থেকে শুরু হতে যাচ্ছে। চট্টগ্রাম পর্ব শুরু হওয়ার আগে সবার আলোচনা ও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে জহুর আহমেদ চৌধুরীর পিচ। মিরপুরের শেরে বাংলার স্লো পিচে ব্যাটসম্যানদের নাভিশ্বাস উঠে। দর্শকরা জিজ্ঞাসা, চট্টগ্রামেও কী ব্যাটসম্যানরা রান তুলতে সংগ্রাম করবেন? যদিও শেরে বাংলায় লো স্কোরিং ম্যাচগুলোতেও যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায়।তথাপি খেলোয়াড় ও দর্শক সবাই-ই বিপিএলের বাকি ম্যাচগুলোতে রানবন্যা দেখতে পাবেন বলে আশা করছেন।কেননা, টি-২০ তো চার-ছক্কারই খেলা। চট্টগ্রাম পর্ব শুরু হওয়ার একদিন আগে গত রোববার সিলেট সুপার স্টারসের অধিনায়ক মুশফিকুর রহিম অনুশীলনের ফাঁকে পিচ নিয়ে বেশ পর্যবেক্ষণ চালান। ফিটনেস সমস্যা কাটিয়ে প্রথমবারের মতো এবারের বিপিএলে মাঠে নামার অপেক্ষায় থাকা সিলেট সুপার স্টারসের পেসার রুবেল হোসেনও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা দেখছেন। তবে চট্টগ্রামে হাই স্কোরিং ম্যাচ হওয়া নিয়ে কোনো অসন্তুষ্টি নেই রুবেল হোসেনের, ‘আমরা বাংলাদেশে এমন উইকেটে বোলিং করতে অভ্যস্ত। সুতরাং, আমি এটা নিয়ে ভাবছি না।’ চিটাগাং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দু’দিন অনুশীলন করলেও এখানকার পিচ নিয়ে যথেষ্ট সন্দেহ-প্রবণ। তবে হাই স্কোরিং ম্যাচ হবে বলে আশাবাদী চট্টগ্রামের ছেলে, ‘আমি আশা করি, ১৮০ বা ১৯০ রান না হলেও এখানে নিয়মিতই ১৬০/১৭০ রান হবে। প্রথম ম্যাচের পরই সব কিছু স্পষ্ট হয়ে যাবে।’ বিপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক চিটাগাং বুলসের মুখোমুখি হবে বরিশাল বুলস। দুপুর দুইটায় শুরু হবে ম্যাচটি। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়টায় টানা চার ম্যাচ জয়হীন থাকা মুশফিকুর রহিমের সিলেট সুপার স্টারসের মুখোমুখি হবে মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৩০ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে