সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫, ১২:৩৫:০৪

ঘুরে দাঁড়ানোর মিশন তামিম-আমিরদের

ঘুরে দাঁড়ানোর মিশন তামিম-আমিরদের

স্পোর্টস ডেস্ক : ঘুরে দাঁড়ানোর মিশন তামিম-আমিরদের।বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএলে) তৃতীয় আসরে তারকার কমতি নেই চিটাগাং ভাইকিংসে। তবে প্রথম চার ম্যাচ শেষে দর্শকদের চরম হতাশ করেছে তামিম ইকবালের দল। চার ম্যাচ শেষে মাত্র একটি জয়ে নাজুক অবস্থানে রয়েছে চিটাগাং ভাইকিংস। ফলে সোমবার থেকে শুরু হওয়া বিপিএলের দ্বিতীয় পর্ব তামিমদের জন্য ঘুরে দাঁড়ানোর মিশন হিসেবেই দেখছেন অনেকে। সোমবার বিপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের বরিশাল বুলসের মুখোমুখি হবে তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস। বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও নিও প্রাইম। অবশ্য দ্বিতীয় পর্বকে সামনে রেখে আশায় বসতি গড়তে পারেন তামিম ইকবালরা। বিপিএলের দ্বিতীয় পর্ব যে ঘরের মাঠ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম পর্বের চারদিন চারটি ম্যাচ খেলতে চিটাগাং ভাইকিংস। ফলে ঘরের মাঠে ঢাকার ব্যর্থতা নিশ্চিয়ই পুষিয়ে নিতে চাইবেন তামিমরা। চট্টগ্রামের দ্বিতীয় পর্ব নিয়ে ম্যাচের আগের দিন বেশ আত্মপ্রত্যয় মনে হলো তামিমকে, ‘ঢাকায় আমাদের ভালো সময় কাটেনি। বেশ কিছু ক্লোজ ম্যাচ আমরা হেরেছি। তবে যা চলে গেছে, সেটা অতীত। এখন আমাদের ঘরের মাঠ, নিজেদের দর্শক। একটু বাড়তি সুবিধা নিয়ে জয়ে ফিরতে হবে। এই চারটি ম্যাচ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে আগামীকালের (সোমবার) ম্যাচ। অবশ্যই জয় দিয়ে শুরু করতে পারলে ভালো হবে।’ ঘরের মাঠ। ফলে দর্শকদের প্রত্যাশার চাপও থাকবে বেশ। এমন আবহ টের পাচ্ছেন তামিম নিজেও। তবে এই চাপকে তিনি অনুপ্রেরণার অংশ হিসাবে দেখতে চান, ‘এখন তো চাপই মনে হচ্ছে। একটা ম্যাচ জিতে গেলে তা অবশ্য অনুপ্রেরণায় পরিণত হবে।’ সোমবারের ম্যাচটি যদি চিটাগাং ভাইকিংসের জন্য ঘুরে দাঁড়ানোর ম্যাচ হয়, তবে বরিশাল বুলসের জন্য সেটি ছন্দে ফেরার ম্যাচ। এবারের আসরের প্রথম দুটি ম্যাচে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়া বরিশাল বুলস তৃতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হোঁচট খায়। ফলে চট্টগ্রাম পর্বটা জয় দিয়ে শুরু করতে চায় মাহমুদুল্লাহ রিয়াদের দলও। চিটাগাং ভাইকিংসে তারকার কমতি নেই। মোহাম্মদ আমির, সাঈদ আজমল, এলটন চিগুম্বুরা ও তিলকারত্নে দিলশানের মতো বিদেশি খেলোয়াড়দের পাশাপাশি তামিম ইকবাল, এনামুল হক বিজয় ও নাইম ইসলামের মতো পরীক্ষিত দেশি খেলোয়াড়রা রয়েছেন। ফলে ঘরের মাঠে জয় দিয়ে শুরু করার ব্যাপারে আশাবাদী চট্টলা শিবির। বরিশাল বুলসের নাম্বার ওয়ান তারকা ক্রিস গেইল এখনো দলের সঙ্গে যোগ দেননি। তিন ম্যাচ শেষে ব্রেন্ডন টেলর ব্যাটিংয়ে এখনো সুবিধা করতে পারেননি। সেকুজি প্রসন্ন নিজের ফর্ম ফিরে পাননি এখনো। ফলে সোমবার মাহমুদুল্লাহ রিয়াদদের জন্য কঠিন এক চ্যালেঞ্জই অপেক্ষা করছে। ৩০ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে