সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫, ০২:২৮:৫৮

‘বিপিএলে সেরা বোলার হতে চান আমির’

‘বিপিএলে সেরা বোলার হতে চান আমির’

স্পোর্টস ডেস্ক: নিষেদাজ্ঞায় পড়ে র্দীঘ দিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকার পর মাঠে ফিরেছেন পাকিস্তানি উদীয়মান পেসার মোহাম্মদ আমির। প্রায় পাঁচ বছর মাঠের বাইরে থাকলেও একটুও জং ধরেনি তার বোলিং লাইন আফে। তার প্রমাণ মেলেছে এবার বিপিএল তৃতীয় আসরে। সেখানে চিটাগং ভাইকিংসের হয়ে দেখাচ্ছেন দারুন চমক। শুধু চমক নয়, আমিরের প্রত্যাশা এবারের বিপিএলে সেরা বোলার হওয়া। বিপিএলে প্রথম পর্বে চিটাগং ভাইকিংস ব্যর্থতার পরিচয় দিলেও নিজেকে ভালোই প্রমান করতে পেরেছেন আমির। দেশের একটি দৈনিক পত্রিকাকে বিপিএল ও ফিক্সিং পরবর্তী জীবন নিয়ে সাক্ষাৎকার দেন আমির। বিপিএল তৃতীয় আসরের সেরা বোলার হওয়া প্রসঙ্গে আমির বললেন, 'আমি সব সময় ছোট ছোট লক্ষ্য নিয়ে সামনের দিকে এগোনোয় বিশ্বাসী। ছোট লক্ষ্যগুলো ঠিক ভাবে অর্জন করতে পারলে দিন শেষে সব লক্ষ্যই পূরণ হয়। ঘরোয়া ক্রিকেটে খেলার সময় আমার দৃষ্টি শুধু ওই দিকে ছিল। এখন বিপিএলে খেলছি, সব চিন্তা এটা নিয়ে। এই টুর্নামেন্টের সেরা বোলার হতে চাই আমি।' দীর্ঘ পাঁচ বছর ধরে না খেললেও আগের সেই ধারই রয়েছে আমিরের বোলিংয়ে। এর কারণ হিসেবে আমির বললেন, 'ফাস্ট বোলারদের জন্য কাজটা কঠিন। এক সপ্তাহ বোলিং না করলেও সব হারিয়ে যায়। আর এটা তো পাঁচ বছর! আমার প্রথম কাজ ছিল ফিটনেস ধরে রাখা। না খেললেও সব সময় অনুশীলনের মধ্যে ছিলাম, জিমে গেছি।' এছাড়া আমির বিপিএলকে বেশ উপভোগ করছেন বলেও জানান। তিনি মনে করছেন এটি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য তাকে অনেকটা সাহায্য করবে। ৩০ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে