সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫, ০৩:০১:৪৩

বিপিএলের লোগোগুলো নির্বাচনের প্রতীক হলে কেমন হতো?

বিপিএলের লোগোগুলো নির্বাচনের প্রতীক হলে কেমন হতো?

স্পোর্টস ডেস্ক: দেশে আবার নির্বাচনের হাওয়া বইছে। শুরু হয়েছে বিপিএলের তৃতীয় আসর। ছয়টি দল অংশ নিচ্ছে এতে। দলগুলোর লোগো যদি নির্বাচনের প্রতীক হতো, তাহলে আইকন প্লেয়াররা নির্বাচনের প্রার্থী হিসেবে নিজেদের প্রতীকের যথার্থতা জাহির করতেন কীভাবে? নাসির হোসেনঢাকা ডায়নামাইটস: আমাদের প্রতীকের সঙ্গে বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নাম অঙ্গাঙ্গিভাবে যুক্ত। নোবেল পুরস্কারের এই জনকই ডায়নামাইটসের উদ্ভাবক। সে অর্থে আমরা নোবেলজয়ী দল! লোগোটা বিধ্বংসী হলেও এর কার্যকারিতা কিন্তু ইতিবাচক। এই ডায়নামাইটস দিয়েই দুনিয়ার সব মূল্যবান রত্নের খনি আবিষ্কৃত হয়। ডায়নামাইটস দিয়েই মাইনিং করে শুরু হয় হীরার খনি খোঁজার পালা। অতএব আপনারাও ডায়নামাইটস মার্কায় ভোট দিন। হীরার মতো যোগ্য নেতা নির্বাচিত করুন। তামিম ইকবালচিটাগং ভাইকিংস: ভাইকিংসের সোজা বাংলা করলে হবে ‘জলদস্যু’। জলদস্যুদের কর্মকাণ্ড নিয়ে আপনাদের মনে নেতিবাচক ধারণা আছে জানি। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদীগুলো শুকিয়ে গেলেও পথনদী কিন্তু বয়ে চলেছে আমাদের রাজপথগুলোতে। বিশেষ করে একটু বৃষ্টি হলেই চট্টগ্রামের পথঘাট দেখে দিব্যি ‘নৌকাভ্রমণ’-জাতীয় রচনা লেখা সম্ভব। তাই ঘোলা জলে মাছ শিকার থেকে শুরু করে হাঁটাচলার সব কায়দা শিখতে হলে সভ্য হয়ে বসে থাকলে চলবে না। হতে হবে দস্যু। ভাইকিংস মার্কায় ভোট দিন, জলজটের সমস্যা আর সমস্যা মনে হবে না। মুশফিকুর রহিমসিলেট সুপার স্টারস: আকাশে অগুনতি স্টার, সুপারস্টার কিন্তু হাতে গোনা যাবে। আমাদের দলীয় প্রতীক নিয়ে এর চেয়ে আর বেশি কীই-বা বলব! আপনারাই বিবেচনা করুন। জলদস্যু, ডায়নাইমাইটস কিংবা ষাঁড়ের মতো মারাত্মক সব মার্কা নিয়ে যাঁরা নির্বাচনে দাঁড়িয়েছেন, তাঁদের কাছ থেকে ভালো কিছু আশা করবেন কীভাবে? অনেকেই আছেন, সেই রানি ভিক্টোরিয়ার আমলে পড়ে আছেন। ভিনদেশিদের নাম নিয়ে কত বড়াই তাঁদের। যাক সে কথা, সুপারস্টার মার্কায় ভোট দিন, ঘরে ঘরে সুপারস্টার তৈরি করে দেব আমরা। এত সব স্টারের আলোয় দেশ আলোকিত হয়ে যাবে। বিদ্যুৎ-সংকট থাকবে না। বিদ্যুৎ-সংকট না থাকা মানেই সব সংকটের অবসান। মাহমুদউল্লাহ রিয়াদবরিশাল বুলস: বুল আর কাউয়ের মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে। গরু বললে সবাই খেপে যাবে, ষাঁড় বললে কিন্তু খেপবে না। বরং বুক ফুলিয়ে দাঁড়াবে, নিজেকে বীর ভাববে। এটাই তো হওয়ার কথা, তাই না? আমরা গরুর মতো জাবর কাটতে কাটতে ঝিমাই না। আমরা মাঠে-ময়দানে লড়াই করি। ন্যাশনাল জিওগ্রাফি কিংবা অ্যানিমেল প্ল্যানেট চ্যানেলে দেখবেন, প্রায়ই ষাঁড়দের শিংয়ের গুঁতোয় স্বয়ং সিংহও লেজ তুলে পালায়। আমরাও একই রকম সাহস ও শক্তি নিয়ে আপনাদের সেবা করতে চাই। বুলস মার্কায় দিলে ভোট, কেউ পাবে না দিলে চোট! সাকিব আল হাসানরংপুর রাইডারস: রাইডার তারাই, যারা কিছু একটা চালায়। সেটা হতে পারে ঘোড়া, হতে পারে মোটরসাইকেল। আমরা চালাতে এসেছি দেশ! এমনভাবে চালাতে চাই, যাতে দেশ পথ না হারায়। এই যে আরও কতগুলো দল নির্বাচনে নেমেছে। তাদের প্রতীকের সেকি বাহার! আরে বাবা, আমরা তো চাইলেই একটা ষাঁড়ের পিঠে চেপে বসে চাবুক মেরে তাকে চালাতে পারি। ইচ্ছা করলেই তো জলদস্যু কিংবা ডায়নামাইটস বহনকারীদের ওপর চালাতে পারি কড়া নজরদারি। সমাজের এসব জঞ্জাল দূর করতেই আমরা আপনার মূল্যবান ভোট চাই। আমরা জিতলে আপনারাই হবেন দেশের রাইডার। মনে রাখবেন, যত দিন যোগ্য রাইডারের হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ! মাশরাফি বিন মুর্তজাকুমিল্লা ভিক্টোরিয়ানস: আমাদের নামের সঙ্গে জড়িয়ে আছে ‘জয়’। আমরা আপনাদের হৃদয় জয় করতে এসেছি। তবে পাছে লোকে কিছু বলে। অনেকেই বলে, আমরা নাকি রানি ভিক্টোরিয়ার আমলে পড়ে আছি বলেই ‘ভিক্টোরিয়ানস’ নামটা নিয়েছি। আসলে সব বোগাস কথাবার্তা! ব্রিটিশদের অন্যায়-অবিচারের কাছে আমরা কখনো মাথা নত করিনি। রক্তের বিনিময়ে দেশছাড়া করেছি ওদের। সেখানে আমরাই জয়ী। এবারের নির্বাচনেও আমরা জয়ী হতে চাই। করতে চাই আপনাদের সেবা। ইতিহাস কেবল বিজয়ীদের কথাই মনে রাখবে।-প্রথম আলো ৩০ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ/ এমআর/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে