সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫, ০৩:২২:৫৫

‘ভারতকে বিশ্বাস করা যায় না’

‘ভারতকে বিশ্বাস করা যায় না’

স্পোর্টস ডেস্ক: ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে এমনিতে উত্তাপ কম ছড়াচ্ছে না। এবার সেই আগুনে তেল ঢেলে দিলেন পাকিস্তানি সাবেক গ্রেট খেলোয়াড় জাভেদ মিয়াঁদাদ। এমনিতেই জাভেদ মিয়াঁদাদের নেতিবাচক কথা বলাতে জুড়ি নেই। তাঁর সর্বশেষ মন্তব্যটিতে ক্ষুব্ধ ভারতের বিভিন্ন গণমাধ্যম ‘সীমা ছাড়িয়ে যাওয়া’ ধৃষ্টতা হিসেবেই অভিহিত করেছে। ডিসেম্বরে শ্রীলঙ্কায় পাক-ভারত সিরিজের ভেন্যু চূড়ান্ত হয়ে গেলেও সরকারের পক্ষ থেকে এখনও কোন সায় পাচ্ছে না ভারত ক্রিকেট বোর্ড। ভারত সরকারের বিষয়টি নিয়ে বেজায় ক্ষেপেছেন জাভেদ মিয়াঁদাদ। বলেছেন, ‘ওয়াদা রক্ষার ক্ষেত্রে ভারতকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না। ইতিহাস ঘাঁটলে দেখা যাবে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ নিয়ে সব সময়ই সমস্যা তৈরি করেছে ভারত।’ পাকিস্তানের জনপ্রিয় ইংরেজি দৈনিক দ্য ডনের সঙ্গে এক আলাপচারিতায় মিয়াঁদাদের আরো বলেছেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড সব কাজই নিজেদের মর্জি মতো করতে অভ্যস্ত। অন্যদের প্রতি তাদের কোনো শ্রদ্ধাবোধ নেই। আর পাকিস্তানের মাটিতে নামানোর প্রচেষ্টা তো তাদের সব সময়ই থাকে।’ মিয়াঁদাদের মতে, এই সিরিজটা খেলা একটি চুক্তির অংশ হলেও ভারতে সেই চুক্তিকে অবজ্ঞা করেছে। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ড সম্পর্কে বলেন, পিসিবি এতকিছুর পরেও পুরো বিষয়টি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টাই করেছে। গত সেপ্টেম্বরেই মিয়াঁদাদ এই সিরিজের ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের পেছনে না ছোটার আহ্বান জানিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। তিনি বলেছিলেন, ভারত পাকিস্তানের সঙ্গে ক্রিকেট সিরিজ খেলতে চায় না, কেবল হেরে যাওয়ার ভয়েই।’ সূত্র: দ্য ডন, জি নিউজ। ৩০ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে