সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫, ০৪:৪০:২১

শুরু থেকেই উইকেট বিসর্জন দিচ্ছে চিটাগাং

শুরু থেকেই উইকেট বিসর্জন দিচ্ছে চিটাগাং

স্পোর্টস ডেস্ক: বরিশাল বুলসের দেয়া ১৭১ রানের বড় টার্গেটের পেছনে অল্পতেই উইকেট দিলেন চিটাগং ভাইকিংস ওপেনার তামিম ইকবাল। দলীয় ৭ রানে উইকেট বিসর্জন দিলেন চট্টগ্রামের এই ‘লোকাল বয়’। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) ব্যাট হাতে নিজের দ্বিতীয় অর্ধশতক তুলে নিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। সোমবার চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৫১ রানের ইনিংস খেলেন বরিশাল বুলসের এই অধিনায়ক। এতে মাহমুদুল্লাহ হাঁকান তিন বাউন্ডারি ও একটি ছক্কা। চলতি বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে টস জিতে বরিশাল বুলসকে ব্যাটিংয়ে পাঠান চিটাগং ভাইকিংস অধিনায়ক তামিম ইকবাল। ব্যাট হাতে বরিশালের শুরুটা ছিল ভক্তদের কাছে ভয়াবহ। দলীয় মাত্র ১২ রানে তিন উইকেট খোয়ায় বরিশাল বুলস। তবে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও লঙ্কান অলরাউন্ডার সিকুগে প্রসন্নর ব্যাটে ধাক্কা সামাল দেয় তারা। পঞ্চম উইকেটে মাহমুদুল্লাহ-প্রসন্ন গড়েন ৭২ রানের জুটি। ১৭ ওভার শেষে বরিশাল বুলসের সংগ্রহ দাঁড়ায় ১২৮/৬-এ। ব্যক্তিগত ৩৮ রানে উইকেট দেন প্রসন্ন। আর বরিশাল ইনিংসের শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ে ১১ বলে ২১ রান করেন ক্যারিবীয় তারকা কেভন কুপার। এতে ১৭০ রান ৭ উইকেট সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে বরিশাল বুলস। চিটাগং ভাইকিংসের পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির ও স্বদেশী তারকা জিয়াউর রহমান নেন দুটি করে উইকেট। চলতি বিপিএলে ৩ ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট তালিকার চার নম্বরে অবস্থান বরিশাল বুলসের। আর ৪ ম্যাচে তিন হারে তালিকায় পাঁচ নম্বরে চিটাগং ভাইকিংস। এই রিপোর্ট লেখা পর্যন্ত চিটাগাং ভাইকিংসের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৪০ রান। ৩০ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে