সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫, ০৫:১৪:৩৪

বোলার যখন ভয়ংকর ব্যাটসম্যান

বোলার যখন ভয়ংকর ব্যাটসম্যান

স্পোর্টস ডেস্ক: বিশ্ব ক্রিকেটে আমরা অনেক ভয়ংকর মারকুটে ব্যাটসম্যানের ব্যাটিং দেখেছি। কিন্তু বোলারদের ব্যাটিং ঝড়টা কমই দেখেছি। ক্রিকেট জগতে এমন কিছু বোলার আছেন যারা ব্যাট করতে এসে তাদের ব্যাটিং কারিশমাটা দেখিয়ে দেন। তেমনি একজন বিধ্বংসী ব্যাটসম্যান হলেন দক্ষিণ আফ্রিকার বোলার পারনেল। রোববার দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টিতে কেপ কোবরাস দলের হয়ে মাঠে নামেন পারনেল। মাঠে নেমে প্রতিপক্ষের বোলাদের বোলিং লাইন আপ লণ্ডভণ্ড করেন পারনেল। তার বিস্ফোরক ইনিংসে মাত্র ৫৭ বল খেলে ৯৯ রান তুলেন নেন। এই রান তোলতে গিয়ে পারনেল পাঁচ ছক্কা ও নয়টি বাউন্ডারী খেলেন। জোহানসবার্গের নিউ ওয়ান্ডারাস স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৫৩ রান করে লায়ন্স। জবাবে অ্যান্ডু পুটিকের সঙ্গে ওপেন করতে নামেন পারনেল। ব্যাটিংয়ের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন তিনি। ৫৮ রানের উদ্বোধনী জুটি গড়ে পুটিক (১৯) ফিরে গেলেও পারনেল ৩২ বলে ফিফটি তুলে নেন। এরপর এক প্রান্তে কেপ কোবরাস আরো দুই ব্যাটসম্যানকে হারালেও অপর প্রান্ত আগলে রেখে দলকে জয়ের দিকে নিয়ে যেতে থাকেন পারনেল। ব্যক্তিগত ৮৭ রান থেকে স্পিনার অ্যারন ফাঙ্গিসোর পর পর দুই বলে ছক্কা হাঁকিয়ে ৯৯-এ পৌঁছান তিনি। ৩০ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে