সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫, ০৬:১১:৫৮

এটি হলো আফগান ক্রিকেট দলের দ্বিতীয় কারিশমা

এটি হলো আফগান ক্রিকেট দলের দ্বিতীয় কারিশমা

স্পোর্টস ডেস্ক: ওমানের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে আফগানিস্তান ক্রিকেট দল। সোমবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওমানকে হারায় ২৭ রানে আফগানরা। ফলে ২ ম্যাচের এই সিরিজে ওমানকে হোয়াইটওয়াশ করে ঐতিহাসিক এক জয় পেয়েছে তারা। এটি ছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)-এর সদস্যর কোনো দেশের বিপক্ষে তাদের দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেকর্ড। এর আগে গত ২৮ শে অক্টোবর নিজেদের ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস রচনা করেছিলো আইসিসির সহযোগী এই দেশটি। সোমবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ম্যাচের মতো এদিনও টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওমান অধিনায়ক সুলতান আহমেদ। পরিকল্পনা অনুযায়ী অল্প রানে আফগানদের আটকাতে পারেনি ওমানের বোলাররা। নির্ধারিত ২০ ওভারে মাত্র চার উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন ওপেনার মোহাম্মদ শাহজাদ। ৪৬ বলে তার এই ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছক্কার মার। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে মিডল অর্ডারের ব্যাটসম্যান শফিকুল্লাহর ব্যাট থেকে। ১৮ বলে ৩২ রানের এক ঝড়ো ইনিংস খেলে তিনি থাকেন অপরাজিত। ১৯ বলে ২৪ রান করেন করিম সাদিক। অধিনায়ক আসঘার ১৯, গুলবাদিন নাবিব ১৮ রানে অপরাজিত থাকেন। ওমানের হয়ে দুটি করে উইকেট লাভ করেন বিলাল খান ও জিসান মাকসুদ। জয়ের জন্য ওমানের টার্গেট দাঁড়ায় ১৬১ রান। অলআউট না হলেও লক্ষ্য ছুঁতে পারেনি ওমান শিবির। নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৪৮ রানেই শেষ হয় তাদের ইনিংস। ৪০ বলে দলীয় সর্বোচ্চ ৩৮ রান করেন খাওয়ার আলী। এছাড়া জতিন্দর সিং ২৮, ওপেনার জিসান মাকসুদ ২৪, আদনান ইলিয়াস ২০ রান করেন। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন ইয়ামিন আহমাদজাই। রোখান বারাকজাই ও সাঈদ শিরজাদ দুটি, নাসিম বারাস একটি উইকেট লাভ করেন। ৩০ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে