সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫, ০৬:২৮:২১

জন্মভূমিতে লজ্জিত হলেন তামিম ইকবাল

জন্মভূমিতে লজ্জিত হলেন তামিম  ইকবাল

স্পোর্টস ডেস্ক: চলমান বিপিএলে আবারও হারের বৃত্তে বন্দি হলো তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস। ঢাকায় চার ম্যাচ খেলে তিনটিতেই পরাজয়। মাত্র একটি জয় নিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা নিয়ে চট্টগ্রাম পর্ব শুরু করেছে চিটাগাং ভাইকিংস। কিন্তু নিজ জন্মভূমির মাঠে লজ্জিত হতে হয়েছে তামিমকে। চিটাাগাং ভাইকিংসের নিজে ঘরে মাঠ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বরিশাল বুলসের কাছে ৩৩ রানে পরাজয় বরণ করতে হলো স্থানীয় দলটিকে। সোমবার বরিশালের ছুঁড়ে দেয়া ১৭০ রানের বিশাল স্কোর তাড়া করতে নেমে ৫১ রানেই ৫ উইকেট হারিয়ে রীতিমত ধুঁকতে শুরু করেছিল চিটাগাং। এরপর নাঈম ইসলাম, জিয়াউর রহমান আর মোহাম্মদ আমিরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয় চিটাগাং। শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ১৩৭ রানেই অলআউট হয়ে যায় চিটাগাং। চিটাগংয়ের হয়ে ৩৮ রানের সর্বোচ্চ ইনিংসটি আসে নাঈম ইসলামের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। তা ছাড়া ওপেনিংয়ে নামা তিলকারত্বে দিলাশানের ১৯ ছাড়া আর কেউ বড় কোনো ইনিংস না খেলতে পারায় জয়ের বন্দরে নোঙ্গর ফেলতে পারেনি চিটাগং। বল হাতে বরিশালের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন কেভিন কুপার। দুটি উইকেট পান আল-আমিন হোসেন। তা ছাড়া একটি করে উইকেট পান মোহাম্মদ সামি, তাইজুল ইসলাম এবং মাহমুদউল্লাহ রিয়াদ। বরিশালের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন অধিনায়ক মাহমুদউল্লাহ। তার ৪৫ বলের ইনিংসে ছিল ৩টি চার ও একটি ছক্কার মার। ৩০ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে