সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫, ০৭:৪৬:৫৪

বোপরার ঘূর্ণিতে তালমাতাল মাশরাফিরা

বোপরার ঘূর্ণিতে তালমাতাল মাশরাফিরা

স্পোর্টস ডেস্ক: বিপিএলে সোমবারের দ্বিতীয় ম্যাচে সিলেট সুপার স্টার্সের বিপক্ষে টস হেরে ব্যাট করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ব্যাট করতে নেমেই রবি বোপরার বোলিং ঘূনিতে পড়েন মাশরাফি বাহিনী। ইনিংসের সপ্তম ওভারে রবি বোপারার বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েছেন লিটন দাস (৪২)। নবম ওভারে মুক্তার আহমেদকেও সাজঘরে ফেরান রবি বোপারা (১)। একই ওভারে শুভাগত হোমকে (০) বোল্ড করেন তিনি। সিলেটের এই বোলারের কাছে তালমাতাল মাশরাফিদের ব্যাটিং লাইন আপ। এই রির্পোট লেখা পর্যন্ত ১৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করেছে মাশরাফিরা। এখন ব্যাটিংয়ে আছেন ইমরুল কায়েস ও আশার জাইদি। সোমবার টসে জিতে ওপেনিং ব্যাট করতে নেমে লিটন দাস এবং ইমরুল কায়েস। দুই ওপেনারের শুরুটা ভালোভাবেই আগাছিলো। মাত্র ৬ ওভারে দলীয় ৫৬ রান করেছিলেন কুমিল্লার এই দুই খেলোয়াড়। চারটি চার একটি ১টি ছক্কার সাহায্যে ৪২ রান সংগ্রহ করেছিলেন লিটন। অপেক্ষা বিপিএলে প্রথম হার্ফ সেঞ্চুরি করার। কিন্তু সেটা আর করা হলো তারা। ঠিক তখনি ২৪ বলে ৪২ রান করা লিটনকে সাজঘরে পাঠিয়ে দেন রবি বোপারা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় আসরের দ্বিতীয় পর্বের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামের শেখ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে কুমিল্লার বিপক্ষে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে সিলেট সুপার স্টার্সের অধিনায়ক মুশফিকুর রহিম।চার ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। আর চার ম্যাচের চার টিতেই হেরে পয়েন্ট টেবিলের তলানিতে আছে সিলেট সুপার স্টার্স। ৩০ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে