সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫, ০৮:১৮:০৩

তামিমের কণ্ঠে বিরক্তি সুর

তামিমের কণ্ঠে বিরক্তি সুর

স্পোর্টস ডেস্ক: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার দিনের প্রথম ম্যাচে বরিশাল বুলসের বিপক্ষে তামিম ইকবালের দল হারলো ৩৩ রানে। ঢাকায় প্রথম পর্বে চারটি ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছিলো চিটাগাং ভাইকিংস। তামিম ভেবেছিলো চট্টগ্রামে দ্বিতীয় পর্বে জয় দিয়ে শুরু করবে। কিন্তু সেটি আর হলো না। তাই খেলা শেষে সংবাদ সম্মেলনে বোলারদের প্রসঙ্গ উঠতেই তামিমের কণ্ঠে ফুটে উঠল বিরক্তি। সংবাদ সম্মেলনে তমিম বলেন, আমি তো আর হাতে ধরে বুঝিয়ে দিতে পারব না! এই পর্যায়ের ক্রিকেটে সবাইকে বুঝতে হবে যে কি করা উচিত। আমার দলে এই ব্যাপারই মূল ঘাটতি। আমি অধিনায়ক হতে পারি। কিন্তু সবসময় বলতে পারি না কোথায় বল করতে হবে বা কি করতে হবে। আমি ব্যাট করার সময় তো কারও দিকে তাকিয়ে থাকি না শোনার জন্য! এ সময় দলের বোলারদের নামের প্রতি সুবিচার করার তাগিদ দিলেন তামিম। আমার দলে এক জনকে দেখেই মনে হয় উইকেট নিতে পারে, মোহাম্মদ আমির। শফিউলও অবশ্য ভালো করছে। এছাড়া উইকেট শিকারি বোলার নেই। এই জায়গায় একটু ঘাটতি আছে আমাদের। কিন্তু নামগুলি যদি দেখেন, নাম কিন্তু এটা বলছে না। নাম যা বলে, তারা করছে অন্য কিছু। ৩০ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে