সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫, ০৯:২২:০২

সতীর্থদের সমালোচনায় তামিম

সতীর্থদের সমালোচনায় তামিম

স্পোর্টস ডেস্ক: সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বরিশাল বুলসের কাছে ৩৩ রানে হারের পর সতীর্তদের কড়া সমালোচনায় বসেছে পড়েছেন অধিনায়ক তামিম ইকবাল। সংবাদ সম্মেলনে তামিম বলেন, আমরা স্টুপিডের মতো কাজ করেছি। ওদের ব্যাটিংয়ের সঙ্গে আমাদের ব্যাটিংয়ের তুলনা করলে ওরা তিন উইকেট পড়ে যাওয়ার পর ইনিংস গড়ে তুলেছে। কিন্তু আমরা শুরুতে উইকেট হারানোর পর কেউ দায়িত্ব নিয়ে ইনিংস গড়ে তোলেনি। বরিশালের দেওয়া ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৭ রানে অলআউট হয়ে যায় চিটাগাং। এরপরে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন জাতীয় দলের এই খেলোয়াড়। ব্যাটসম্যানদের কথা বলতে গিয়ে তামিম বলেন, সবাই পেশাদার ক্রিকেটার। জানে কি করতে হবে। আমি নিশ্চিত, সবাই ভালো করতে চায়। দিলশান যে মানের ব্যাটসম্যান, ও ব্যাটিং করে গেলে আমরা ভালো অবস্থায় থাকতাম। এই দায়িত্বের জায়গাটা (সবাইকে) বুঝতে হবে। তামিম বোলারদেরও কঠোর সমালোচনা করেন। এসময় তিনি বলেন, এখানে যারা বোলার আছেন তাঁদের তো হাতে ধরে শেখাতে পারি না। ৩০ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে