সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫, ১০:৩৫:১১

আটদিন পর মুশফিকের মুখে হাসি

আটদিন পর মুশফিকের মুখে হাসি

স্পোর্টস ডেস্ক: চলমান বিপিএলে মুশফিকের প্রাপ্তির খাতা একেবারেই শূন্য ছিলো। প্রথম পর্বের চারটি ম্যাচের কোনো ম্যাচেই জয় নেই। সব ম্যাচেই জয়ের সম্ভাবনা জাগিয়ে হারতে হারতেই হেরে যায় তার দল সিলেট সুপার স্টাসের। কোনো ম্যাচেই একজন ত্রাতা পায়নি সিলেট। ব্যাটিংয়ে এসেছে আর ড্রেসিংয়ে ফিরেছে। মাঝখান থেকে ম্যাচ ছাড়াও হারাতে হয়েছে অনেক কিছুই। হারতে হারতে যেন হাসিটা ভুলে গিয়েছিলেন মুশফিকুর রহিম। অবশেষে আজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একটি হাস্যেজ্জল মুখ দেখা গেল মুশফিকুর রহিমের। এদিন তার আনন্দটা বধ না হওয়াই কথা, কারণ বিপিএলের শুরু থেকে সিলেট দলকে কিছু দিতে পারেনি এই অধিনায়ক। টানা চার ম্যাচ হেরে আজ বিপিএলের দ্বিতীয় পর্বের জয়ের দেখা পেল মুশফিকুর রহিমের সিলেট সুপার স্টার। সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয় সিলেট। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জবাবে সিলেট ‍সুপার স্টারস ১৯.৪ বলে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। সিলেটের প্রথম জয়ে ব্যাট হাতে অবদান রাখেন মুশফিকুর রহিম ও রবি বোপারা। ৩১ বলে ৪৭ রান করেন মুশফিক। আর ৩৮ বলে ৫০ রানের ইনিংস খেলেন রবি বোপারা। এ ছাড়া ৩৬ রান করেন দিলশান মুনাবীরা। বল হাতে কুমিল্লার আবু হায়দার ৩.৪ ওভারে ২৮ রান দিয়ে ৪টি উইকেট নেন। ২টি উইকেট নেন নুয়ান কুলাসেকারা। এর আগে, ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। লিটন দাস ও ইমরুল কায়েস মিলে ওপেনিংয়ে ৫৬ রানের অসাধারণ এক জুটি গড়েন। ব্যক্তিগত ৪২ রানের সময় লিটনের আউটের পর কিছুটা ছন্দ হারিয়ে ফেলে কুমিল্লা। ফলে দলীয় ৫৬ থেকে ৬৬ রানে পৌঁছতেই তিন-তিনটি উইকেট হারিয়ে বসে দলটি। দলীয় ৫৬ রানের সময় রবি বোপারার বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন লিটন। দলীয় ৬৬ রানের সময় নিজের করা বলেই ক্যাচ ধরে মোক্তার আহমেদকে সাজঘরে পাঠান বোপারা। আর একই রানে শুভাগত হোমকে বোল্ড করে কুমিল্লাকে চেপে ধরার চেষ্টা চালান সেই বোপারাই। কিন্তু আসহার জায়িদির অপরাজিত ৫৩ রানে ভর করে শেষ পর্যন্ত ২০ ওভারে ১৬৪ রানের লড়াকু সংগ্রহ পায় কুমিল্লা। জায়িদির সঙ্গে ১০ রানে অপরাজিত থাকেন অধিনায়ক মাশরাফি। ৩০ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে