মঙ্গলবার, ০১ ডিসেম্বর, ২০১৫, ০১:২৮:২৯

যে আশায় ছিলেন মাশরাফি, কিন্তু...

যে আশায় ছিলেন মাশরাফি, কিন্তু...

স্পোর্টস ডেস্ক : সিলেট সুপার স্টার্সের বিপক্ষে হঠাৎ শেষ ওভার আচমকাই বদলে যায় ম্যাচের রুপরেখা। কিছু একটা হলেও হতে পারত, মানছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলনায়ক মাশরাফি বিন মুর্তজা। ওই দুই উইকেট আশার দোলা দিয়েছিল তাদের মনেও, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানান মাশরাফি। মাশরাফি বলেন, আশা সেভাবে করিনি। তবে হলেও হতে পারত। এই ধরনের ম্যাচে অনেক সময় হয়ে যায়। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, বোলারও সর্বোচ্চ চেষ্টা করেছে। আসলে ওই মুহূর্তে যে কোনো কিছুই হতে পারত। একটা টপ এজ হলে, কোনোভাবে আরেকটা আউট হলে...কিছু হলেও হতে পারত! ৬ উইকেট হাতে নিয়ে শেষ ওভারে ৪ রান প্রয়োজন ছিল সিলেটের। প্রথম বলে সিঙ্গেল হলেও পরের টানা দুই বলে রবি বোপারা ও শিহান জয়াসুরিয়াক ফেরান বাঁহাতি পেসার রনি। পরের বলেই ছক্কা মেরে সিলেটকে প্রথম জয়ের স্বাদ এনে দেন নাজমুল হোসেন। চারটি দলের পয়েন্ট সমান ৬। তাই হারের পরও শীর্ষে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কারণ রান রেটে এগিয়ে মাশরাফির দল। ০১ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে