মঙ্গলবার, ০১ ডিসেম্বর, ২০১৫, ১১:৫৮:২৬

ছক্কা মারার দিক থেকে বিপিএলের সেরা একাদশে যারা

ছক্কা মারার দিক থেকে বিপিএলের সেরা একাদশে যারা

স্পোর্টস ডেস্ক : বিশ্বের ভয়ঙ্কর ব্যাটসম্যানদের তীর্থ এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসর। ক্রিকেট চর্চার পাশাপাশি নিজ নিজ দেশের জাতীয় দলে নিজের অবস্থানকে পাকাপোক্ত করার জন্য নিজের সবটুকু সামর্থ উজাড় করে দিয়ে আসর মাতাচ্ছেন তারা। চার-ছয়ের আসর বলে ব্যাটিং জিনিয়াস হওয়ার চেষ্টা করছেন বোলাররাও। বিদেশিদের পাশাপাশি এই তালিকায় পিছিয়ে নেই দেশের ক্রিকেটাররাও। বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ ছয় মারার রেকর্ড ক্রিস গেইলের। ২০১৫ বিপিএল আসরে এখনো মাঠে নামা হয়নি তার। কিন্তু আগের দুটি আসরের কল্যানে এখনো এই একাদশের সেরা ওপেনার ক্রিস গেইল। ৩৮ টি ছয় মেরে সবার উপরে তিনি। ৩২ টি ছয় মেরে দ্বিতীয় অবস্থানে ব্রাড হজ। ২৫ টি ছক্কা মেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন আহমেদ শেহজাদ। দেশীয় ক্রিকেটারদের মধ্যে সেরা চারে ঠাঁই পেয়েছেন এনামুল হক বিজয়। বিজয় ২৪ টি ছক্কা হাঁকিয়েছেন। ২৩ টি ছক্কা মেরে সেরা পাঁচে রয়েছেন মুশফিক। ২২ টি ছক্কা মেরে ডুয়ান স্মিথ রয়েছেন সেরা ছয়ে। একই সংখ্যেক ছয় মেরে সাত নম্বরে রয়েছেন আজহার মাহমুদ। এর পরের তালিকায় যথাক্রমে রয়েছেন, জিয়াউর রহমান, নাসির হোসেন ও সাকিব আল হাসান। তারা প্রত্যেকেই ২১ টি করে ছক্কা হাঁকিয়েছেন বিপিএল আসরে। এলটন চিগাম্বুরা রয়েছেন সেরা একাদশের ১১ নম্বরে। গোটা বিপিএল আসরে এখন পর্যন্ত ১৯ টি ছক্কা মেরেছেন তিনি। ১ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে