সোমবার, ১৬ জুলাই, ২০১৮, ০২:০৮:৩১

বিশ্বকাপ শেষে সবার উদ্দেশ্যে যা বললেন প্রেসিডেন্ট পুতিন

বিশ্বকাপ শেষে সবার উদ্দেশ্যে যা বললেন প্রেসিডেন্ট পুতিন

স্পোর্টস ডেস্ক:  তারুণ্য নির্ভার ফ্রান্সের কাছে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হল ক্রোয়েশিয়ার। আর এতে করে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা ঘরে তুললো লস ব্লুজরা। আর কোচ ও খেলোয়াড় হিসেবে শিরোপা ছুঁয়ে তৃতীয় ব্যক্তি হিসেবে রেকর্ড গড়লেন দিদিয়ের দেশম।

১৯৯৮ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। এরপর তা অধরাই ছিল। রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে ফের চ্যাম্পিয়ন হলো ফরাসিরা। আবারো সোনালী ট্রফিতে চুমু আঁকল তারা ।

বিশ্বকাপ উপলক্ষে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে রাশিয়া এসেছেন দশ লক্ষাধিক সমর্থক। স্বচোক্ষে বিশ্বকাপের ম্যাচ দেখতে আসলেও অনেকেরই মূল উদ্দেশ্য ভিন্ন। এরইমধ্যে অনেকেই রাশিয়া থেকে লুকিয়ে সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছেন। আবার কেউ কেউ অবৈধভঅবে থেকে যাচ্ছেন রাশিয়াতেই।

তাদের সবাইকে আসর শেষে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার অনুরোধ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেন, ‘পুরো আয়োজনে আমাদের সহযোগিতা করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক ছাড়া এ আসরটা প্রাণহীন হয়ে যেত। তবে, সবাইকে অনুরোধ করছি। এখন সবাই ভ্রমণশেষে নিজ নিজ দেশে ফিরে যাবেন। নয়ত আইনশৃঙ্খলা বাহিনী আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে