সোমবার, ১৬ জুলাই, ২০১৮, ১২:০৭:৫১

ফ্রান্স ও পুতিনকে যে বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প

ফ্রান্স ও পুতিনকে যে বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প

স্পোর্টস ডেস্ক: বেশ দুর্দান্ত খেলে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ঘরে তুলতে পরেছে ফ্রান্স। ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ১৯৯৮ সালের বিশ্বচ্যাম্পিয়ানরা। বিশ্বকাপ জয়ী খেলোয়ার ও কোচ দিদিয়ে দিশেম বলেন, ‘এটা ফুটবলের সর্বোচ্চ অর্জন। ফরসাসি ও ব্লুজ হতে পেরে আমরা গর্বিত।ফ্রান্সের জয় হোক।’

ফ্রান্সের এ জয়কে অভিনন্দিত জানাতে টুইটার বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ফ্রান্সকে অভিনন্দন, যারা অসাধারণ ফুটবল খেলে ২০১৮ সালের বিশ্বকাপ জিতেছে। এছাড়া অবিস্মরণীয় এক টুর্নামেন্ট আয়োজন করায় রাশিয়াা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানাই— ইতিহাসের অন্যতম সেরা।’

ক্রোয়েশিয়া ১৯৯৮ সালেও ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ ফাইনালে যেতে পারেনি। এবারও ২০ বছর পরও সেই ফ্রান্সের কাছে ফাইনালে হেরেই শিরোপা জয়ের আক্ষেপ নিয়ে বাড়ি যেতে হলো ক্রোয়েশিয়াকে।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে