সোমবার, ১৬ জুলাই, ২০১৮, ১২:৩৯:১৬

বিশ্বকাপের ফাইনালে ‘ভিএআর’ প্রযুক্তি নিয়ে বিতর্ক থামছেই না

বিশ্বকাপের ফাইনালে ‘ভিএআর’ প্রযুক্তি নিয়ে বিতর্ক থামছেই না

স্পোর্টস ডেস্ক: অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবারের মতো পর্দা নামলো ফুটবল বিশ্বকাপ আসরের। দ্বিতীয়াবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে জিনেদিন জিদানের উত্তরসূরী কিলিয়ান এমবাপ্পে ও গ্রিজম্যানদের ফ্রান্স। তবে রাশিয়া বিশ্বকাপের শুরু থেকেই বিতর্ক ছিলো ভিএআর প্রযুক্তি নিয়ে। এই আসরেই এই প্রযুক্তির প্রথম ব্যবহার করা হয়েছে। বিশ্বকাপের ফাইনালে ‘ভিএআর’ প্রযুক্তি নিয়ে বিতর্ক থামছেই না।

বিশ্বকাপেরর গ্রুপ পর্বের ম্যাচ গুলোতে এ প্রযুক্তির ব্যবহার লক্ষ্য করলেও নক আউট পর্বে তা ব্যবহার করতে দেখা যায়নি। কিন্তু ফ্রান্স-ক্রোয়েশিয়ার ফাইনাল ম্যাচে আর্জেন্টাইন রেফারি নেস্তর পিতানা ফ্রান্সকে পেনাল্টি দেবার জন্য ভিএআর প্রযুক্তির দারস্ত হয়েছেন।

প্রথমে রেফারি ফ্রান্সের কর্নার থেকে ক্রোয়েশিয়ার ইভান পেরিসিচ-এর হাতে যখন বল লাগলে পেনাল্টি না দিলেও পরে ভিডিও অ্যাসিসটেন্স রেফারির সাহায্যে পেনাল্টির ঘোষণা দেয়। আর তা থেকেই শুরু হয় বিতর্কের।

প্রযুক্তির সাহায্যে এমন পেনাল্টি নিয়ে ক্রোয়াট কোচ দালিচ বলেন,‘আমি পেনাল্টি সম্পর্কে শুধু একটা বাক্য বলতে চাই-বিশ্বকাপের ফাইনালে এমন একটা পেনাল্টি আপনি দিতে পারেন না।’এবারের বিশ্বকাপে ফ্রান্স ক্রোয়েশিয়াকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ান হলেও ১৯৯৮ সালের এই দলকে হারিয়ে ফাইনালে উঠেছিল।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে