সোমবার, ১৬ জুলাই, ২০১৮, ১২:৫৪:৩৪

ফাইনাল ম্যাচে দুটি ভুল, রেফারির ভুলের কড়া সমালোচনা

ফাইনাল ম্যাচে দুটি ভুল, রেফারির ভুলের কড়া সমালোচনা

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফাইনালে রেফারির সিদ্ধান্ত নিয়ে চারদিকে সমালোচনা হচ্ছে বিস্তর। বিশ্বকাপ ফাইনালের মত একটা ম্যাচে এমন ভুল সিদ্ধান্ত কিভাবে দিতে পারে একজন রেফারি প্রশ্ন উঠেছে সেটা নিয়েই। ফাইনাল ম্যাচে দুটি ভুল, রেফারির ভুলের কড়া সমালোচনা।

ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচটিতে প্রথমে মানজুকির আত্মঘাতী গোলে এগিয়ে যায় ফ্রান্স। এরপর সমতায় ফিরে ক্রোয়েশিয়া। তবে এরপরই ম্যাচের প্রথম বিতর্কিত সিদ্ধান্ত দেন রেফারি। ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দেন যা মেনে নিতে পারেনি কেউই। সিদ্ধান্তের সাথে সাথেই প্রতিক্রিয়া জানিয়েছিল অনেক সাবেক ফুটবল তারকা। তার মধ্যে ইকার ক্যাসিয়াসও একজন।

সোশ্যাল মিডিয়ায় এক পোষ্টে তিনি লিখেন, সত্যি বলতে, আমি বুঝতে পারছিনা কিভাবে ভিএআর ব্যবহার করা হয়। ক্যাসিয়াসের পোষ্টে আবার যোগ দেন বার্সা তারকা সুযারেজ। তিনি লিখেন, ইকার, তুমি সঠিক বলেছো। পগবার গোলটিও ছিল অফসাইড।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে