সোমবার, ১৬ জুলাই, ২০১৮, ০২:৩৬:৪৮

ক্রোয়েশিয়ার হার নিয়ে যা বললেন ফ্রান্স কোচ

ক্রোয়েশিয়ার হার নিয়ে যা বললেন ফ্রান্স কোচ

স্পোর্টস ডেস্ক: স্কোরবোর্ড যে সবসময় আসল সত্যটা জানায় না তার জ্বলজ্যান্ত প্রমাণ রাশিয়া বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি। কেননা ম্যাচের পরিসংখ্যান বা মাঠের খেলা, সবদিকেই বিশ্বকাপ জয়ী ফ্রান্সের চেয়ে এগিয়ে ছিল ক্রোয়েশিয়া। কিন্তু গোলসংখ্যায় এগিয়ে থেকে অর্থ্যাৎ ক্রোয়েশিয়ার চেয়ে বেশি গোল করে দ্বিতীয়বারের মতো বিশ্ব জয়ীর মুকুট পরিধান করেছে ফ্রান্স।

পুরো ম্যাচে ৫৯ শতাংশ বল দখলে রেখেছিল ক্রোয়েশিয়া, নিজেদের মধ্যে ছোট-বড় পাসে মাঝমাঠও নিয়ন্ত্রণ করেছে তারাই। কিন্তু ফরাসীদের আচমকা কাউন্টার অ্যাটাক বা হুট করে আসা লং পাসেই ধরা খেয়ে ক্রোয়েশিয়া। অল্প কিছু সুযোগ পেয়ে পূর্ণ ফায়দা নিয়েছে ফ্রান্স।

ম্যাচ শেষে ক্রোয়েশিয়ার দাপটের কথা মেনে নিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। তবে নিজ দলের গতির কারণেই মূলত ক্রোয়াটরা ছিটকে গিয়েছে বলে মন্তব্য করেন তিনি। এছাড়াও রক্ষণাত্মক কৌশল যে কতোটা কার্যকরী সেটিও মনে করে দিয়েছেন দেশম।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফ্রান্সের কোচ বলেন, ‘আমার স্মৃতি বলে বড় ফুটবল দলরা সবসময় শুরুতে খানিক হোচট খায় এবং পরে ধীরে ধীরে ম্যাচে ফেরে। পরিস্থিতি এখন অনেক বদলেছে। তবু ফাইনাল ম্যাচে তাদেরই (ক্রোয়েশিয়া) বেশি বল দখল ছিলো, ম্যাচের কন্ট্রোলও ছিল তাদেরই দখলে। কিন্তু আমাদের দ্রুতগতির ফরোয়ার্ডরা ম্যাচে আমাদের ধরে রেখেছে এবং জিতিয়েছে।’

তিনি আরও বলেন, ‘এটাই ফুটবল। আপনি যদি ভালোভাবে প্রতিপক্ষের আক্রমণ সামাল দিতে পারেন, তাহলে আপনি নিশ্চিত থাকুন যে পুরো ম্যাচে কমপক্ষে ২-৩টা গোলের সুযোগ আপনি পাবেনই। হয়তো কাউন্টার অ্যাটাকে কিংবা সেট পিসে। দিন শেষ এগুলোই পার্থক্য গড়ে দেয়।’
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে